প্রশান্তের বলে বলীয়ান হয়ে চরম দুর্যোগ সাথে নিয়ে ধেয়ে আসছে নিম্নচাপ। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, August 03, 2020

প্রশান্তের বলে বলীয়ান হয়ে চরম দুর্যোগ সাথে নিয়ে ধেয়ে আসছে নিম্নচাপ।

বেশ কিছুদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় চলছে চরম অসস্তিকর ঘর্মাক্ত উষ্ণ পরিস্থিতি। বৃষ্টির দেখাও তেমনভাবে মিলছিলনা। এক কথায় কষ্টকর পরিস্থিতিতে জেরবার হয়ে উঠেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গ
। অন্যদিকে উত্তরবঙ্গে চলছিল বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের উপর বিগত কয়েকদিন অবস্থান করায় দক্ষিণবঙ্গে কমেছিল বৃষ্টি। এর পাশাপাশি বঙ্গোপোসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প পূর্ণ বাতাস ঢুকছিল পরিমণ্ডলে। তাই আদ্র ও অসস্তিকর পরিবেশের দেখা মিলেছিল।
তবে পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ , বাংলাদেশ ও ওড়িশায় ৪ থেকে ৬ আগষ্ট। এর কারণ হিসেবে বলা যায় উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূল সংলগ্ন এলাকায় ১২-২৪ ঘণ্টার মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। এর প্রভাবে ৪ তারিখ থেকে ৬ তারিখের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গ , বাংলাদেশ ও ওড়িশায় ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ , বাংলাদেশ ও ওড়িশায়। কোথাও কোথাও বয়ে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ৪৮ ঘন্টায় উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল হতে পারে। মৎসজীবীদের ৪ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হল ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে। বাংলাদেশের চট্টগ্রাম , খুলনা, বরিশাল, যশোর সাতক্ষীরা মংলা সহ উপকূল ও দক্ষিণ বাংলাদেশের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্যাঞ্চলে। ওড়িশার নানা জায়গায়, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪-৭ তারিখের মধ্যে। নিম্নচাপের পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে বঙ্গোপোসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখাটি। অক্ষরেখা আসন্ন নিম্নচাপের প্রভাবে যথেষ্ট সক্রিয় হয়ে উঠবে। এর পাশাপাশি অতি সক্রিয়তা থাকবে মৌসুমী বায়ুর। যার জন্য ৪-৬ তারিখ প্রবল বৃষ্টি ও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। 
সন্ধ্যা ৭ টার চিত্র থেকে দেখা যাচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রান্তীয় ঝঞ্ঝা সিনলাকু বর্তমানে লাওস ও ভিয়েতনাম হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মায়ানমার ও সংলগ্ন এলাকায় অবস্থিত। এই ঝঞ্ঝার পালস উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন
এলাকায় খুব শীঘ্রই পড়ে আরো শক্তিশালী হয়ে উঠবে ২৪ ঘন্টায়। তাই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ওড়িশার নানা জায়গায় ৪৮-৭২ ঘন্টায় কমবেশি
ঘনিয়ে আসছে দুর্যোগ। কলকাতা হাওড়া হুগলি নদীয়া ২৪ পরগণা মেদিনীপুর ঝাড়গ্রাম সহ নানা জায়গায় ভালো রকম ঝড়়বৃৃৃৃষ্টি হতে পারে।
জলমগ্ন হয়া, ফ্ল্যাশফ্লাডের সতর্কতা দেওয়া হল কোথাও কোথাও। 
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল
সময়: রাত ৯.৪৭ মিনিট
তারিখ: ৩-৮-২০

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......