রাজ্যের পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরেই যথেষ্ট পরিমাণে মাঝারি থেকে কখন কখন ভারী বৃষ্টি হবার পর আগামী কয়েকদিন কেমন পরিস্থিতি থাকবে তা এক নজরে দেখে নেওয়া যাক।
ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে নিম্নচাপ তৈরি হয়েছে যেটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে যা গভীর নিম্নচাপে পরিণত হইছে।
এর ফলে রাজ্যের পশ্চিমাঞ্চল সহ নানা জায়গাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং উপকূলবর্তী এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে। এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকাতে বন্যা পরিস্থিতি অবধি তৈরি হতে পারে।
উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী অবধি হতে পারে।
তাছাড়া দিল্লি থেকে পশ্চিমবঙ্গ হয়ে সাগরের নিম্নচাপ অবধি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে তার প্রভাবে রাজ্যের পশ্চিমাঞ্চলসহ, কলকাতা, উপকূলবর্তী এলাকাতে মাঝারি থেকে ভারী এবং এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা দেখা যাচ্ছে।
নিম্নচাপের বায়ুর চাপ 987 থেকে 990 মিলিবার এর মধ্যে,নিম্নচাপের আশে পাশে বাতাসের গতি 45 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টা এবং সর্বোচ্চ বাতাসের গতি 55 থেকে 60 কিলোমিটার প্রতি ঘণ্টা।
নিম্নচাপটি আগামী 24 ঘন্টার মধ্যে উড়িষ্যা অথবা পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। যা হারে শক্তি বৃদ্ধি হয়ছে এটাই এই বছরের প্রথম মৌসুমী গভীর নিম্নচাপে পরিণত হলো
যতই এটি স্থলভাগের দিকে এগিয়ে আসবে ততই রাজ্যের পশ্চিমাঞ্চলসহ আশেপাশে নানা জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
রাজ্যের পশ্চিমাঞ্চলে যা হারে বৃষ্টি হচ্ছে কোন কোন জায়গাতে ধস নামার সর্তকতা দেওয়া হচ্ছে এবং পশ্চিমাঞ্চলের নদীগুলির যাহারে জলস্তর এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ফলে নিচু এলাকাগুলিতে জলমগ্ন হবার পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছে।
এই নিম্নচাপের পরই 23 থেকে 25 তারিখের মধ্যে আরেকটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে।
Forecaster: Ritodip Bhakat
Time&Date:11:58pm,19/08/2020
No comments:
Post a Comment