আমাদের পূর্বাভাস মতো বিগত কয়েকদিন ধরে পশ্চিমাঞ্চলের ভারী বৃষ্টিপাত ঘটেছে,তার সাথে আশঙ্কা মতো বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এখানেই শেষ নয় এই বৃষ্টি থামার কোনো ইঙ্গিত দিচ্ছে না।
আবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তথা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সন্নিহিত উপকূল অঞ্চলে আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপ তৈরি হতে চলেছে যা পর্যায়ক্রমে আরও শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে তাই এই নিম্নচাপ এর দরুন দক্ষিণবঙ্গ সহ পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে , কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টি অবধি আশা করা যাচ্ছে।
এই নিম্নচাপের ফলে যেসব অঞ্চল জলমগ্ন হয়েছিল সেসব অঞ্চল আবার জলমগ্ন হতে পারে তার সাথে নতুন করে আরো কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে ,নদী অববাহিকার পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং কিছু কিছু নিচু এলাকা তে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
তার সাথে খনি অঞ্চলে কিছু এলাকায় ধস নামার সর্তকতা দেওয়া হচ্ছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর তরফ থেকে।
কেন এই বৃষ্টি????
কারণ দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষ রেখা রয়েছে তার সাথে মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের উপরে এখন বেশ সক্রিয় হয়ে উঠেছে বেশ কিছুদিন ধরে। তার সাথে আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে তা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রইছে।
আগামী তিন থেকে চার দিন আকাশ সাধারণত মেঘলা থাকবে তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি সারা দিনই ধরেই হবার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে।
Forecaster: Ritodip Bhakat
Date&Time: 11:15pm, 23/08/2020
No comments:
Post a Comment