বঙ্গের দিকে আরো এগিয়ে এসেছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। যার জন্য ২৪-৪৮ ঘন্টায় আরো ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ৭২-৯৬ ঘন্টায় তীব্র ঝড়বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে। পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় গত ২৪ ঘন্টায় এগিয়ে আসে। যার জন্য ঝড়বৃষ্টির পরিমাণ বেড়ে যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৩ ও ৪ মে। বর্তমানে আরো কিছুটা পূর্ব দিকে ঘূর্ণাবর্ত অগ্রসর হয়ে পুরুলিয়া ও সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে আরো কিছুটা শক্তি বাড়িয়ে। ক্রমশই পূর্ব দিকে ঘূর্ণাবর্ত এগিয়ে আসার জন্য ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বিক্ষিপ্ত ভাবে ভালোই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বাংলাদেশ, উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭২-৯৬ ঘন্টায়। ৭২-৯৬ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারত কমবেশি ভালোই ঝড়বৃষ্টি পাবে আশা করা যায়। নদীয়া মুর্শিদাবাদ উভয় ২৪ পরগণা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর বর্ধমান বীরভূম কলকাতা হাওড়া প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পাশাপাশি ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঝড়বৃষ্টির সঙ্গে। তবে যেহেতু এই ঘূর্ণাবর্ত বর্ষাকালীন ঘূর্ণাবর্ত নয় অর্থাৎ ক্লাউড ব্যান্ডের তারতম্য অনুসারে ঝড়বৃষ্টির তারতম্য হবে। যখন সক্রিয় ক্লাউড তৈরি করবে তখন ভালো ঝড়বৃষ্টি পাবে। আবার ঝড়বৃষ্টি দেওয়ার পর ক্লাউড ব্যাণ্ড দুর্বল হয়ে গেলে বেশ কিছু সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং আকাশ কেটে যাবে পরে আবার শক্তিশালী ক্লাউডব্যান্ড তৈরি হলে আবার ঝড়বৃষ্টি হবে। অর্থাৎ সবসময় ঝড়বৃষ্টি হবে না। বেশ কিছুক্ষণ বিরতি দিয়ে ঝড়বৃষ্টি হবে। বর্ষাকালে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ হলে যেমন নাগাড়ে বৃষ্টি হয় তেমনটা হবে না। ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ কোনো সময় প্রায় পরিষ্কার থেকে সামান্য মেঘলা, কোনো সময় আংশিক মেঘলা আবার কোনো কোনো সময় সম্পূর্ণ মেঘাছন্ন থাকবে। তাই আকাশ পরিষ্কার হয়ে গেল কিছুক্ষণ মানেই ঝড়বৃষ্টি হবে না তাই নয়। ঝড়বৃষ্টি হবে মূলত বিক্ষিপ্ত ভাবে। উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার মালদা প্রভৃতি অঞ্চলে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে পুরুলিয়া ও সংলগ্ন এলাকায় শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অক্ষরেখা উপকূলীয় ওড়িশা থেকে পুরুলিয়ার ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে উত্তরবঙ্গের ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে। পরবর্তী পর্যায়ে পুরুলিয়ার ঘূর্ণাবর্ত আরো পূর্ব দিকে এগিয়ে আসবে যার জন্য ৪৮-৭২ ঘন্টায় ভালোরকম ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশে। এছাড়াও ওড়িশা বিহার ও ঝাড়খণ্ডে ৪৮-৭২ ঘন্টায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিক ভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত, শিলাবৃষ্টি ও ৪০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে বৃষ্টির সঙ্গে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল।
৪.৫.২০২১

No comments:
Post a Comment