বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা আসন্ন দিনে। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, May 15, 2021

বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা আসন্ন দিনে।

আরবসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তাউকতে সৃষ্টির পর সকলের মনে একটাই প্রশ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা কবে?? এই প্রশ্নের উত্তর দিতে এখন হাজির ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে অর্ঘ্য বটব্যাল। বিগত বছরের ন্যায় এবছর মে মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। মে মাসের ২২ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনুকূল পরিবেশ থাকায় নিম্নচাপ শক্তিবৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ম্যাডেন জুলিয়ান অশিলেশন ফেজ ২ তে অবস্থান করছে এবং অ্যাম্প্লিচিউড ১ এর উপরে। যার জন্য আরবসাগরে সিস্টেম তৈরি হয়েছে এবং শক্তিশালী হয়ে উঠেছে।২৪ ঘন্টার মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে এম জে ও আগামী ১৯-২৫ মে এর মধ্যে  বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্পূর্ণ ভাবে আসতে চলেছে তার জন্য ২০-২৫ মে এর মধ্যে বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঝঞ্ঝার সম্ভাবনা বাড়ছে। এবং ঐ সময়ের মধ্যে বঙ্গোপসাগরে উচ্চ পরিচলন পক্রিয়া, গভীর সঞ্চারণশীল মেঘমালা সংগঠন ও আবর্ত সৃষ্টির পক্রিয়া লক্ষ করা যাবে। এবং আবর্ত বা ঘূর্ণাবর্ত শক্তিশালী হবার সম্ভাবনা থাকবে। মে মাসের ১৯-২৬ তারিখের মধ্যে এম জে ও ফেজ ৩-৪ পর্যায়ে থাকার জন্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ক্রান্তীয় ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্তমানে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় উইণ্ড শেয়ার কম রয়েছে। সমুদ্র জলতল তাপমাত্রা পূর্ব মধ্য বঙ্গোপসাগর, মধ্যবঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ২৭°সে এর অনেক বেশি রয়েছে। এছাড়া সাইক্লোন হিট পোটেনশিয়াল এনার্জি বেশি থাকার জন্য নিম্নচাপের সম্ভাবনা আরবসাগরের পর বঙ্গোপসাগরে ক্রমশ বাড়ছে। সামগ্রিক পরিস্থিতি এমন হতে চলেছে যে ২২-২৬ মে এর মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগর তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এবং পরবর্তীতে শক্তিবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মে মাসের শেষ দিকে সৃষ্ট সাইক্লোনের জলন্ত উদাহরণ হলো সাইক্লোন আয়লা ও সাইক্লোন আম্ফান। সাইক্লোন আম্ফান যথেষ্ট শক্তিশালী হলেও মৌসুমী বায়ুকে টেনে নিয়ে আসতে পারেনি। কিন্তু ঘূর্ণিঝড় আয়লা তুলনায় কম শক্তিশালী হলেও মৌসুমী বায়ুকে পশ্চিমবঙ্গে স্বাভাবিকের চেয়ে ১৪ দিন আগে ঢুকিয়ে দিয়েছিল। এর কারণ আয়লা যখন তৈরি হয় তখন মৌসুমী বায়ু আন্দামান ও সংলগ্ন এলাকায় প্রবেশ করে গিয়েছিল। তাই পরবর্তী পর্যায়ে মৌসুমী বায়ুকে টেনে নিয়েছিল। এবছরও আসন্ন নিম্নচাপ / গভীর নিম্নচাপ / ঘূর্ণিঝড় মৌসুমী বায়ুকে পশ্চিমবঙ্গে প্রবেশ করাতে পারে। যদি আন্দামান সাগরে মৌসুমী বায়ু ২০-২৬ মে এর মধ্যে প্রবেশ করে। এবছর মৌসুমী বায়ু আশা করা যায় সিস্টেম তৈরির সময় আন্দামানে মৌসুমী বায়ু প্রবেশ করে যেতে পারে। আর ঘূর্ণিঝড় আম্ফান তৈরি হয়েছিল মে মাসের ১৩ তারিখের আশেপাশে এবং ২০ মে স্থলভাগে অতিক্রম করে তাই মৌসুমী বায়ু আন্দামানে আসার আগেই আম্ফান অনেকটা এগিয়ে এসে স্থলভাগ অতিক্রম করে যায়। সাধারণত যে মাসের শেষে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হলে পশ্চিমবঙ্গে আছড়ে পড়ার ঝুঁকি বেশি থাকে। অন্যদিকে ওড়িশা , দক্ষিণ পশ্চিম বাংলাদেশে আঘাত হানার ঝুঁকি থাকে। মৌসুমী বায়ু পিছনে থাকলে আপার ট্রপোস্ফিয়ারিক ইস্টার্লি নীচে থাকলে নীচের দিকে উত্তর উত্তর পশ্চিম বা উত্তর পশ্চিমে অগ্রসর হলেও উপরের দিকে ওয়েস্টার্লির ধাক্কায় উত্তর উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবার সম্ভাবনা থাকে। আগামী দিনের আপার ট্রপোস্ফিয়ারিক
৩০০ hpa কন্ডিশন চেক করে দেখা যাচ্ছে হাইপ্রেশর অঞ্চল মায়ানমার ও সংলগ্ন ইন্দোচায়না অঞ্চলের উপর সিফ্ট করতে পারে। এর জন্য মায়ানমার, সংলগ্ন আন্দামান সাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে মায়ানমার হাইপ্রেশারের অ্যাক্সিস বরাবর উত্তর উত্তর পশ্চিম / উত্তর পশ্চিম/উত্তর দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ওড়িশায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝাড়খণ্ডের উপর উচ্চচাপ রিজ, ওয়েস্টার্লি উত্তর পশ্চিম ভারতে দক্ষিণ পূর্ব দিকে ড্রিফ্ট করার জন্য এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায়  উত্তর পূর্ব দিকে ড্রিফ্টের জন্য ও পরবর্তী পর্যায়ে উত্তর পূর্ব/উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসরের প্রবণতা রয়েছে। এই সময় ওয়েস্টার্লি স্বাভাবিকের চেয়ে উপরে ওঠার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা বা দক্ষিণ পশ্চিম বাংলাদেশে আঘাত হানার ও প্রভাব বিস্তারের ঝুঁকি বেশি থাকছে। প্রদত্ত সিস্টেম সংগঠন সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়া হলো বিস্তারিত পূর্বাভাস পরবর্তী পর্যায়ে করা হবে।। 
লেখা ও বিশ্লেষণ:অর্ঘ্য বটব্যাল।
১৫.৫.২০২১

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......