মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ঘনীভূত প্রবল ঘূর্ণিঝড় বর্তমানে উত্তর পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আরো শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় অঞ্চলের বায়ুর চাপ ৯৭৮ মিলিবার এবং ঘূর্ণিঝড়ের কেন্দ্রীয় অঞ্চলের চারপাশে বায়ুর গতি ঘন্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোচ্চ বাতাসের ঝাপটা ঘন্টায় ১৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি ২০.৭৯° উত্তর এবং ৮৬.৯৫°পূর্ব অক্ষাংশে অবস্থান করছে। বর্তমানে ঝড়টি ওড়িশার ধামড়া থেকে ৩০১ কিলোমিটার দক্ষিণ পূর্ব, কলকাতা থেকে ৪৫৪ কিলোমিটার দক্ষিণ, বালাসোর থেকে ৩৬৮ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। ২৪ ঘন্টার মধ্যে আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো শক্তিশালী হয়ে উঠার সম্ভাবনা রয়েছে। ২৬ মে এর আশেপাশে ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের দীঘা থেকে ওড়িশার চাদবালির মধ্যে স্থলভাগ অতিক্রমের সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে হাওড়া হুগলি কলকাতা ২৪ পরগণা জেলায় ৭০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় ১০০ কিলোমিটার বা তার অনেক বেশি গতিতে ঝড় বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুমুল দুর্যোগের সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায়। ৪৮-৭২ ঘন্টায় পশ্চিমবঙ্গ, ওড়িশা ও দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূলে ব্যাপক জলচ্ছাসের সতর্কতা দেওয়া হল।। ঘূর্ণিঝড়টির উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে শেষ মুহূর্তে ওড়িশা ছেড়ে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ঝুঁকে এলে দুর্যোগের সম্ভাবনা আরও বাড়তে পারে।।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল।
২৫.৫.২০২১

No comments:
Post a Comment