ভেরি সিভিয়ার ঘূর্ণিঝড়ের সতর্কতা পশ্চিমবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, May 20, 2021

ভেরি সিভিয়ার ঘূর্ণিঝড়ের সতর্কতা পশ্চিমবঙ্গে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে ভেরি সিভিয়ার সাইক্লোন। বর্তমানে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী দিনে ২২ মে এর আশেপাশে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। ২৩ মে নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ রাতের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সিস্টেমটি। ২৫ থেকে ২৬ তারিখের আশেপাশে প্রবল থেকে অতি প্রবল বা ভেরি সিভিয়ার ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি ২৬-২৭ মে এর আশেপাশে পশ্চিমবঙ্গ উপকূলে সরাসরি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় বা ভেরি সিভিয়ার ঘূর্ণিঝড় হিসাবে। এখন বুঝতে হবে ভেরি সিভিয়ার সাইক্লোন কাকে বলে?? আই এম ডি স্কেল অনুযায়ী অতি প্রবল ঘূর্ণিঝড়ে ৩ মিনিট বাতাসের গতি থাকতে হয় ঘন্টায় ১১৮-১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত রেঞ্জ স্কেলে। এছাড়াও ডিভরক প্রাবল্য হতে হয় ৪.০ থেকে ৫.০ এর আশেপাশে। মে মাসে ঘূর্ণিঝড়ের বায়ুর চাপ ভেরি সিভিয়ার ঘূর্ণিঝড় হতে গেলে ৯৮০ মিলিবারের নীচে নামতে হয়। ভেরি সিভিয়ার ঘূর্ণিঝড় ভালো রকম ক্ষয়ক্ষতি করতে পারে। তাই আগাম সতর্কতা নেওয়া জরুরি। সিস্টেমটি প্রাথমিক ভাবে উত্তর পশ্চিম বা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলেও পরবর্তীতে বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। তাই ভালোরকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। ঘূর্ণিঝড়টি দীঘা থেকে সুন্দরবনের মধ্যে ল্যাণ্ডফলের সম্ভাবনা বেশি। তাই ভালোরকম ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে যদি এই ট্রাক অনুসরণ করে। বর্তমানে এম জে ও ফেজ ৪ এ রয়েছে অ্যাম্প্লিচিউড ১ এর বেশি এছাড়া পরবর্তী কিছুদিন ফেজ ৪ থেকে ফেজ ৫ এর মধ্যে এম জে ও থাকবে এবং অ্যাম্প্লিচিউড বেশি থাকার জন্য সিস্টেমটি যথেষ্ট শক্তিশালী ও দ্রুত শক্তিশালী হয়ে উঠার সম্ভাবনা রয়েছে। 
আন্দামান সাগর উত্তর বঙ্গোপসাগর মধ্যবঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল হবার সম্ভাবনা রয়েছে ২৩-২৮ তারিখের মধ্যে। তাই ওই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হল। ২৫ মে থেকে বৃষ্টি ও দমকা হাওয়ার পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায়। ২৬-২৮ তারিখের মধ্যে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে। বাংলাদেশ ও উত্তর ওড়িশায় ঝড়ের প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাগরের ২৫-২৮ তারিখের মধ্যে ব্যাপক জলচ্ছাসের সতর্কতা।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল।
তারিখ: ২০.৫.২০২১

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......