রাজ্যে বজ্রপাতে মৃত ৫। প্রবল বজ্রবৃষ্টির ভ্রুকুটি ৪৮ ঘন্টায়। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, May 31, 2021

রাজ্যে বজ্রপাতে মৃত ৫। প্রবল বজ্রবৃষ্টির ভ্রুকুটি ৪৮ ঘন্টায়।

মাত্র একদিনে বজ্রপাতে মৃত ৫ । পুরুলিয়া মালদা জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে। পূর্বাভাস মতোই সুউচ্চ কিউমুলোনিম্বাস মেঘ থেকে মুহুর্মুহু বজ্রপাত হয় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের নানা জায়গায়। যার জন্য মৃত্যু ঘটে। ৪৮ ঘন্টায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নানা জায়গায় আকস্মিক প্রবল থেকে প্রবলতর বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কালো কিউমুলোনিম্বাস মেঘ দেখা মাত্রই নিরাপদ আশ্রয়ে চলে যান। বজ্রগর্ভ মেঘ থেকে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮ ঘন্টায়। ঘূর্ণিঝড় ইয়াস বর্তমানে দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণাবর্তের আকারে উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। দুটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ সামুদ্রিক আদ্র বাতাস প্রবেশ করছে পরিমন্ডলে। তাই প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এছাড়া বাংলাদেশের রঙপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা সিলেট খুলনা বরিশাল ও উত্তর চট্টগ্রাম বিভাগে ব্যাপক বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু উইণ্ড শেয়ার অস্থির রয়েছে ও মেঘগুলো অনেক বেশি উচ্চতায় উঠছে তাই স্থানীয় ভাবে টর্নেডো, ক্লাউডব্লাস্ট, বজ্রবৃষ্টি, মাইক্রোব্রাস্ট ও মারাত্মক বজ্রপাতের সতর্কতা দেওয়া হল। বৃষ্টি হবে অবশ্যই বিরতি দিয়ে। তবে জীবন কেড়ে নিতে পারে প্রবল বজ্রপাত। কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম মেদিনীপুর ঝাড়গ্রাম ২৪ পরগণা জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮ ঘন্টায়। আকস্মিক ভাবে দুর্যোগ হতে পারে। কোথাও কোথাও ৩০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।। 
Date : 31.1.2021.
Stay Safe from Lightening and Thunder. Massive Thunderstorm possible in parts of Westbengal and Bangladesh.. 
Weather of Westbengal.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......