মুড়ি মুড়কির মতো পড়বে বজ্রপাত। ঝড়বৃষ্টির ভ্রুকুটি। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, June 01, 2021

মুড়ি মুড়কির মতো পড়বে বজ্রপাত। ঝড়বৃষ্টির ভ্রুকুটি।

নিজস্ব সংবাদদাতা : সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে চরম অসস্তিকর ভ্যাপসা গরম। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সকালের দিকে বাংলাদেশের বেশ কিছু যায়গায় হয়েছে প্রবল বজ্রপাত সহ ঝড়বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘাছন্ন। রোদ মেঘের লুকোচুরি খেলার মাঝে চলছে অসস্তি ও কষ্টকর গরম। সর্বোচ্চ তাপমাত্রা তেমন একটা না চড়লেও পরিমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় গরমে কালঘাম ছুটে যাচ্ছে বঙ্গবাসীর। বর্তমান সাইন্যপটিক পরিস্থিতি বিচার করে দেখা যাচ্ছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা পাঞ্জাব থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। যা  আড়াআড়ি ভাবে ছেদ করেছে পশ্চিমবঙ্গকে। অন্যদিকে আরেকটি উপ  অক্ষরেখা বিস্তৃত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, ওড়িশা হয়ে অন্ধ্র প্রদেশ পর্যন্ত। এই দুটি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ২৪-৩৬ ঘন্টায় প্রবল বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখানেই মুড়ি মুড়কির মতো বজ্রপাত লক্ষ করা যাবে। তুমুল বজ্রপাতে ক্ষয়ক্ষতি হতে পারে। আকস্মিক ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও ৩৫-৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সর্বোচ্চ ঝাপটা ৭০-৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বর্ধমান বীরভূম হুগলি নদীয়া মুর্শিদাবাদ উভয় মেদিনীপুর ২৪ পরগণা হাওড়া কলকাতা জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মহারাষ্ট্র থেকে কেরালা উপকূল বরাবর একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। তার জন্য ৪৮-৭২ ঘন্টার মধ্যে কেরালা ও সংলগ্ন এলাকায় বর্ষা প্রবেশ করতে পারে। অন্যদিকে আজ থেকেই কেরালা ও কর্ণাটক উপকূলীয় এলাকায় পাকাপাকি প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে।
Severe lightening and thunder alert. Westbengal and Bangladesh. Stay Safe from Drenching Ts and rain .
Weather of Westbengal.
Date: 1.5.2021.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......