গত ২৪ ঘন্টায় একাধিক দফায় ঝড়বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলি নদীয়া মেদিনীপুর সহ বেশ কিছু যায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টি হয়েছে। আজো দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লেটেস্ট স্যাটেলাইট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বর্তমানে বরিশাল ও সংলগ্ন উত্তর চট্টগ্রাম বিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জন্য বরিশাল ও সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ওড়িশা ঝাড়খণ্ড সীমান্ত অঞ্চলে। এই দুই ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যা পূর্ব পশ্চিমে মংলা, খুলনা, কলকাতা, হাওড়া হয়ে ওড়িশার ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দুই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আজ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় বজ্রগর্ভ মেঘসঞ্চার হয়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা ২৪ পরগণা সহ বেশ কিছু যায়গায় ২৪- ৪৮ ঘন্টায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকেও ওই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের আরো বেশ কিছু যায়গায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে সিকিম ও লাগোয়া উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ৪৮ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪৮ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলে ৪৮ ঘন্টায়। কোথাও কোথাও বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল।
৬.৫.২০২১

No comments:
Post a Comment