এপ্রিলে বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকা দক্ষিণবঙ্গ মে মাস পড়া থেকে পদে পদে ঝড়বৃষ্টি পেয়ে চলেছে। আজ ৯ মে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভালোরকম ঝড়বৃষ্টি পেয়েছে সেই সঙ্গে ছিল ভয়াবহ বজ্রপাত। কোথাও কোথাও ৪০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে গেছে। আগামী ১০- ১৩ মে আরো ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সেই সঙ্গে ভয়াবহ বজ্রপাতের সতর্কতা। তবে ঝড়বৃষ্টি একনাগাড়ে হবে না। ঝড়বৃষ্টি বিরতি দিয়ে হবে। তবে যখন হবে ভালোরকম ঝড়বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে বাঁকুড়ার ঘূর্ণাবর্ত থেকে উত্তর পশ্চিম বাংলাদেশের রাজশাহীর উপর থাকা ঘূর্ণাবর্তের সঙ্গে। বর্তমানে অক্ষরেখাটি ঝাড়গ্রাম বাঁকুড়া বর্ধমান নদীয়া হয়ে উত্তর পশ্চিম বাংলাদেশের রাজশাহী পর্যন্ত। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার টানে সামুদ্রিক জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করছে। তার পাশাপাশি মধ্য থেকে আপার ট্রপোস্ফিয়ারিক উইণ্ড শেয়ার দ্রুতগামী থাকায় এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে হবার জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভালোরকম ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায়। কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ উভয় ২৪ পরগণা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম সহ বেশ কিছু যায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১০ মে থেকে ১৩ মে পর্যন্ত। এছাড়া উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ঘূর্ণাবর্ত ও বঙ্গের ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলাদেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৪৮-৭২ ঘন্টায় আংশিক মেঘলা আকাশ থেকে কোনো কোনো সময় প্রধানত মেঘাছন্ন আকাশ চোখে পড়বে। আদ্রতা বৃদ্ধি পাওয়ায় জন্য আদ্র ও অসস্তিকর গরম অনুভব হতে পারে। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পর পরিমণ্ডলে শীতলতা আসবে। মোট কথা এপ্রিলের দুর্বল উইণ্ড শেয়ারের জন্য ঝড়বৃষ্টি থেকে বঞ্চিত হয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তবে আগামী ৭২-৯৬ ঘন্টায় অনুকূল উইণ্ড শেয়ার থাকায়, ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে ভালোই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে। বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হবার জন্য লাল বজ্রবিদ্যুৎ ও বজ্রপাতের সতর্কতা দেওয়া হল ৭২-৯৬ ঘন্টায়। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও ৪০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল।
তারিখ: ৯.৫.২০২১.

No comments:
Post a Comment