ঘূর্ণিঝড় ইয়াস দুর্বল হয়ে যাওয়ার পর দক্ষিণবঙ্গে ক্রমশ বেড়েছে অসস্তিকর ঘর্মাক্ত গরম। ঘূর্ণিঝড় ইয়াস পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে ঢুকিয়ে দিয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। এদিকে মেঘ সরে সূর্য দেখা দিতেই চরচর করে বাড়ছে ঘর্মাক্ত অসস্তি। গরমে নাজেহাল হচ্ছে কলকাতাবাসী। তবে এদিকে উত্তর ও দক্ষিণবঙ্গ দু জায়গাতেই তৈরি হচ্ছে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আগামী ৭২-৯৬ ঘন্টায়। প্রতিদিনই কোথাও না কোথাও ঝড়বৃষ্টি হবে। বর্তমানে পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে মধ্যভারত হয়ে দক্ষিণ মহারাষ্ট্র পর্যন্ত। তার জন্য বজ্রগর্ভ মেঘসঞ্চারের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ , তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও সংলগ্ন এলাকায়। একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতের উপর। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে মধ্যভারত পর্যন্ত। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ মধ্যপ্রদেশ ও সংলগ্ন উত্তর কর্ণাটকের উপর। এই সমস্ত সিস্টেম উত্তর পশ্চিম ভারত, মধ্যভারতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি ঘটাবে ৭২ ঘন্টায়। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায়। বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের উপর অবস্থিত ঘূর্ণাবর্ত ৪৮-৭২ ঘন্টায় পূর্ব দিকে অগ্রসর হতে পারে বা অক্ষরেখার সঙ্গে মিশে যেতে পারে। এবং অক্ষরেখাটি পশ্চিমবঙ্গের দিকে আরো সরে আসার জন্য উত্তরবঙ্গের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ মে থেকে ৩ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত সহ ঝড়বৃষ্টির তীব্রতা বাড়বে। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের উত্তর, উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগে ওই সময় কম বেশি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪৮-৭২ ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। কোনো কোনো সময় মেঘাছন্ন হবার সম্ভাবনা রয়েছে। আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত গরম অব্যাহত থাকবে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
।
২৯.৫.২০২১

No comments:
Post a Comment