ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পর দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য ঝড়বৃষ্টির সম্ভাবনা হ্রাস পেয়েছে। তবে ২৯ মে কেবল পুরুলিয়া ও সংলগ্ন এলাকায় কিছু বজ্রবৃষ্টি হলেও উল্লেখযোগ্য তেমন বৃষ্টি হয়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গে। অসস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছে আমবাঙালি। তবে আশার কথা ৪৮-৭২ ঘন্টায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গ ও কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আসছে প্রবল বজ্রপাত যুক্ত বৃষ্টি বলয় " আলোক "। এই বৃষ্টি বলয়ের বিশেষত্ব হল যেখানেই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে সেখানেই প্রচুর পরিমাণে ভয়ঙ্কর বজ্রপাত হবে মা মানুষ ও সম্পদের ক্ষতি করতে পারে। উইণ্ড শেয়ার কম থাকার জন্য যেখানেই বজ্রগর্ভ মেঘসঞ্চার হবে সেখানেই মেঘের উচ্চতা ক্রমশ বাড়তে থাকবে ফলে স্থানীয় ভাবে ভারী বৃষ্টি, তুমুল বজ্রপাতের পাশাপাশি, অস্থির উইণ্ড শেয়ারের জন্য লোকাল ভর্টেক্স বা টর্নেডো ধরনের আকস্মিক ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। বো ইকো, মেসোসেল স্টর্ম, মাইক্রোব্রাস্ট, স্কোয়াল লাইন , মাল্টিসেল থাণ্ডারস্টোর্ম দেখা যেতে পারে। ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেখানেই বজ্রগর্ভ মেঘসঞ্চার হবে সেখানেই ধ্বংসাত্মক বজ্রপাত, বৃষ্টি, লোকাল ভর্টেক্স সৃষ্টি হতে পারে। তবে এক নাগাড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। বিক্ষিপ্ত থেকে নাতি স্থায়ী ঝড়বৃষ্টি হবে অর্থাৎ ঝড়বৃষ্টির একটি স্পেল হবার পর বিরতি দিয়ে ঝড়বৃষ্টি হবে। তবে ধ্বংসাত্মক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও স্থানীয় ভাবে বাতাসের গতি ৮০+ হবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া বর্ধমান হুগলি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা হাওড়া ২৪ পরগণা মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টি ও প্রবল বজ্রপাতের সতর্কতা দেওয়া হল ৭২-৯৬ ঘন্টায়।
উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি মালদা দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের খুলনা সিলেট রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্তমান Synoptic status থেকে দেখা যাচ্ছে বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মহারাষ্ট্র ও সংলগ্ন এলাকার উপর। একটি অক্ষরেখা বিহার থেকে ছত্তিশগড় ঝাড়খণ্ড তেলেঙ্গানা হয়ে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত উত্তরবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, উত্তর পূর্ব ভারত, ঝাড়়খণড, ওড়িশা, ছত্তিশগড় রাজ্যে ঝড়বৃৃষটির সম্ভাবনা রয়েছে।
Forecasting by: Weather of Westbengal team. (Observation: 30.5.2021 12.30 Pm)
Published Date : 30.5.2021. (12.39 Pm)

No comments:
Post a Comment