সকাল থেকেই কলকাতা ও সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে চরম অসস্তিকর ঘর্মাক্ত গরম। গতদিনের
মেঘ কেটে সূর্যের দেখা মিলতেই সমুদ্রে আসা জলীয় বাষ্প ও সূর্যের উত্তাপের সাহচর্যে তৈরি হচ্ছে চ্যাপচ্যাপে ঘর্মাক্ত গরম। আপাতত গরমে নাজেহাল হলেও খেলা ঘুরবে বিকালের পর থেকে তৈরি হবে সুউচ্চ বজ্রগর্ভ মেঘ এবং কোথাও কোথাও স্থানীয় বা অঞ্চলভিত্তিক ভারী বৃষ্টি ও কানে তালা লাগানো বজ্রপাত থাকবে। বর্তমান সাইন্যপটিক পরিস্থিতি থেকে পাওয়া যাচ্ছে মধ্য ভারত, ওড়িশা হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা ও উত্তর ২৪ পরগণা হয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে বাংলাদেশ পর্যন্ত। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গের উপর। এই দুটি সিস্টেমের প্রভাবে দুপুরের পর থেকে প্রবল বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা নদীয়া ২৪ পরগণা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। এছাড়া ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ মালদা দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার বিভাগে। ঝড়বৃষ্টির সঙ্গে ভয়ঙ্কর লাল বজ্রপাতের সতর্কতা দেওয়া হল। সাথে ৩৫-৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উইণ্ড শেয়ারের তারতম্যের জন্য আকস্মিক রেনস্টোর্ম এর সাথে আকস্মিক ঘূর্ণিঝড় বা টর্নেডোর সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। বাংলাদেশেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪-৪৮ ঘন্টায়।
Severe lightening and thunder Possibility, Rainstorm Possibility Westbengal, Bangladesh, Tornado or local vortex sudden in isolated pockets. Stay Safe, Stay alerted.
weatherofwestbengal@gmail.com.
WeatherofWestbengal.blogspot.com.
AB. (Wowb team).

No comments:
Post a Comment