আসছে প্রশান্তের ঝড় "কোগুমা"-এর রামিনেন্ট। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, June 14, 2021

আসছে প্রশান্তের ঝড় "কোগুমা"-এর রামিনেন্ট।

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশের পর শুরু হয়ে যায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একের পর এক গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়। সাধারণত বর্ষাকালে প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড় বা নিম্নচাপ গুলি মাঝেমধ্যেই ইন্দোচায়না অঞ্চলের মধ্যে দিয়ে দুর্বল হতে হতে উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়। ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ গুলি প্রথমে ভিয়েতনাম ও সংলগ্ন এলাকায় স্থলভাগ অতিক্রম করার পর লাওস ও মায়ানমার হয়ে উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসে। অন্যদিকে এই সময় মৌসুমী অক্ষরেখা উত্তর পূর্ব বা পূর্ব মধ্য বঙ্গোপসাগর হয়ে মায়ানমারের উপর দিয়ে বিস্তৃত থাকে। ওই সময় কোনো ঝড়ের রামিনেন্ট প্রবেশ করলে মৌসুমী অক্ষরেখা রামিনেন্টের সঙ্গে যুক্ত হয় এবং অক্ষরেখা বরাবর দ্রুত উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে এসে উত্তর মায়ানমার বা বাংলাদেশের চট্টগ্রাম লাগোয়া উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পতিত হয়। এবং নতুন মৌসুমী নিম্নচাপ বা সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি করে থাকে। কোনো কোনো পালস বাংলাদেশের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়। বিগত ৪৮-৭২ ঘন্টা আগে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তৈরি হয়েছিল পশ্চিম প্রশান্ত মহাসাগরে অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কোগুমা। কোগুমা ৪৮ ঘন্টায় পশ্চিম ও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দুর্বল হয়ে নিম্নচাপের আকারে ভিয়েতনাম ও সংলগ্ন লাওসের উপর অবস্থান করছে। আসা করা যায় ২৪-৪৮ ঘন্টার মধ্যে মায়ানমার উপকূল অতিক্রম করে বাংলাদেশের চট্টগ্রাম ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ১৫/১৬ জুনের আশেপাশে আস্তে পারে ঘূর্ণাবর্ত হিসাবে। এই ঘূর্ণাবর্ত কিছুটা শক্তি বাড়িয়ে সক্রিয় ঘূর্ণাবর্ত বা নিম্নচাপে পরিণত হতে পারে। নতুন মৌসুমী সিস্টেমের জন্য ১৬-১৮ জুনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ও বাংলাদেশের উপকূলীয় ও সংলগ্ন এলাকায় মাঝেমধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও খুব ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে। এছাড়া ঝাড়খণ্ড, ওড়িশায় মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৬-১৯ জুন এর আশেপাশে। ১৫ জুন বাংলাদেশের উপকূলীয় ও সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৪৮ ঘন্টায় মাঝেমধ্যেই হালকা থেকে মাঝারি ও কোনো কোনো সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Pacific pulse #Koguma ,Lowpressure Cyclonic circulation Active monsoon Kolkata Southbengal Bangladesh Odisha Jharkhand Moderate to heavy rain Westbengal and Bangladesh Thundershowers Some Intermittent Windy 15-19 June.
14.6.2021.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......