জোড়ালো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গজুড়ে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, June 15, 2021

জোড়ালো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গজুড়ে।

সারাদিন আকাশের মুখভার। কখনো টিপটিপ কখনো ঝমঝম আবার কখনো জোড়ালো ঝেঁপে বৃষ্টি আসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায় ৭২-৯৬ ঘন্টায়। ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত মাঝেমধ্যেই ঝেঁপে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির ফাঁকে ফাঁকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চোখে পড়বে। কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ উভয় মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম উভয় ২৪ পরগণা নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় দফায় দফায় ঝেঁপে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া জেলায়। জোড়া ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে। বর্তমান সাইন্যপটিক পরিস্থিতি বিচার করে দেখা যাচ্ছে মৌসুমী অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হাওড়া হয়ে দক্ষিণ ২৪ পরগণার উপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমী অক্ষরেখা। যা খুবই শক্তিশালী। এছাড়া অপর একটি অক্ষরেখা মহারাষ্ট্র থেকে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে যা পশ্চিমবঙ্গের মালদার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন মায়ানমারের উপর অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড় কোগুমার রামিনেন্ট। যা ৪৮ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার উপর আসবে। এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় ও সংলগ্ন এলাকায় এটি ভারী থেকে অতিভারী বৃষ্টি ঘটাবে ১৬-১৯ জুনের মধ্যে।  অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার উপর। প্রদত্ত সিস্টেমগুলোর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘাছন্ন আকাশ ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১৫-১৯ জুন পর্যন্ত। এছাড়া বাংলাদেশ, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারে ভারীবৃষ্টির সম্ভাবনা রয়েছে । কোথাও কোথাও অতিভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিক পূর্ব ভারতে ৭২-৯৬ ঘন্টায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মেঘের উপস্থিতি থাকায় সর্বোচ্চ তাপমাত্রা হ্রাস পেলেও চরম আদ্র আবহাওয়া বিরাজ করবে। তাই সামগ্রিক ভাবে বলা যায় ৭২-৯৬ ঘন্টায় সমগ্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভালোরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
Massive rain , Thundershowers, Trough, Active monsoon, Cyclonic circulation, Pulse effect, 15-19 June, Back to back rain Westbengal Bangladesh Jharkhand Bihar Be India. 
15.6.2021(10.20 pm)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......