বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পালস। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, June 16, 2021

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পালস। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা।

নিজস্ব সংবাদদাতা: নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের উপর ভর করে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। এই ধরনের বৃষ্টিকে এক কথায় বলা হয় প্রোলঙ স্পেল বৃষ্টি। অর্থাৎ দীর্ঘ সময় ধরে চলতে থাকা বৃষ্টি। ১৪ জুন রাত থেকে এখনো পর্যন্ত ভালোই বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায়। বাকুড়ায় গত ২৪ ঘন্টায় ২০৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। বর্তমানে দক্ষিণবঙ্গ ও কলকাতা সংলগ্ন এলাকা দিয়ে বিস্তৃত হয়েছে শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা।  এছাড়া দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জন্য রাতভর বৃষ্টি উপভোগ করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গা। হাওড়া হুগলি কলকাতা ২৪ পরগণা মেদিনীপুর উপভোগ করছে লাগাতার বর্ষার বৃষ্টি। কখনো টিপটিপ কখনো ঝমঝম এবং কখনো জোরালো বৃষ্টি হচ্ছে। এছাড়া ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভালো বৃষ্টি হচ্ছে। ৪৮-৭২ ঘন্টায় ১৬ জুন থেকে ১৯ জুন আরো লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায়। হাওড়া হুগলি কলকাতা দুই ২৪ পরগণা মেদিনীপুর নদীয়া জেলায় মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময়ের মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া চোখে পড়তে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান বীরভূম সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সাতক্ষীরা যশোর মংলা বিভাগে ৪৮-৭২ ঘন্টায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সক্রিয় ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে ১৬-১৯ জুন পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হল। বর্তমানে পশ্চিম প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় কোগুমার রামিনেন্ট উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই রামিনেন্ট অক্ষরেখা বরাবর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূলে ৪৮ ঘন্টার মধ্যে আসতে চলেছে। এবং এই রামিনেন্টের (ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ) প্রভাবে মারাত্মক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া কলকাতা হুগলি নদীয়া ২৪ পরগণা খুলনা বরিশাল চট্টগ্রাম সাতক্ষীরা মংলা বিভাগে ১৬-১৯ জুন পর্যন্ত। আকাশ সারাক্ষণ মেঘাছন্ন থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার ও উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতে। 
Raminent Storm Koguma Cyclonic circulation trough line Low pressure Moderate to heavy rain & Very heavy falls Westbengal Kolkata Bangladesh 16-19 June.
16.6.2021

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......