ভারী থেকে অতিভারী বৃষ্টিতে জল থৈ থৈ শহর। বিগত ২৪ ঘন্টায় কলকাতার আলিপুরের বৃষ্টির পরিমাণ ১৪৪ মিলিমিটার। প্লাবিত হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকার বেশ কিছু যায়গা।
প্লাবিত হয়েছে হাওড়া ২৪ পরগণা পূর্ব মেদিনীপুরের বেশ কিছু যায়গা। পশ্চিমাঞ্চলের বেশ কিছু যায়গায় প্লাবিত হয়েছে। যে বৃষ্টির জন্য হাপিত্যেশ করে বসেছিল আমবাঙালি এখন সেই বৃষ্টি কবে থামবে এখন সবার এক প্রশ্ন?? এই প্রশ্নের উত্তরে বলা যাচ্ছে ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি অব্যাহত থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। কলকাতা হাওড়া হুগলি ২৪ পরগণা পূর্ব মেদিনীপুর জেলায় ৪৮-৭২ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে কমবেশি ভালোই বৃষ্টি হবে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কিছু কিছু সময় বজ্রবিদ্যুত সহ মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার সহ বেশ কিছু যায়গায়। বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সাতক্ষীরা যশোর মংলা বিভাগে মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টার বৃষ্টির রেকর্ড অনুযায়ী বলা যায়:
Amta (Howrah): 50 mm.
Alipore (Kolkata): 144 mm
Dumdum (Kolkata): 51.5 mm
Domjur ( Howrah): 92 mm
Bankura (Bankura): 141 mm
Sagar island (S 24 Pargana): 40.6 mm
Uluberia (Howrah): 52.5 mm
Gar Panchokot (Bankura): 48 mm
Indus (Bankura): 60 mm
Chittaranjan (W.BDN): 47.50 mm
Salt lake (Kolkata): 73.20 mm
Canning (S 24 Pargana): 178 mm
Singur (Hooghly): 24 mm
Bagati (Hooghly): 22 mm
Champadanga (Hooghly): 26 mm
Bonga (N 24 Pargana): 24 mm
Sriniketan (Birbhum): 47.8 mm
Barrackpore (N 24 Pargana): 36.2 mm
বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়াও কলকাতা ও সংলগ্ন এলাকার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে। চট্টগ্রাম ও সংলগ্ন উত্তর মায়ানমার লাগোয়া অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত হিসাবে প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড়ের রামিনেন্ট অবস্থান করছে। এই তিনটি সিস্টেমের প্রভাবে ৪৮-৭২ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে। প্রচুর পরিমাণে জলীয় সংযুক্তির জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টি চলতে থাকবে। বৃষ্টির কারণে জল জমা ও প্লাবনের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ৪৮-৭২ ঘন্টায় ঘূর্ণাবর্ত ও বায়ুর চাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ৩০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া সর্বোচ্চ বাতাসের ঝাপটা ৬০-৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পেতে পারে। সাগর উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।।
Heavy to very heavy rain, Ts, Cyclonic circulation, Monsoon trough, Raminent, Moisture Incursion, Thundershowers, Westbengal Bangladesh Odisha Jharkhand Bihar Rough Sea Gusty wind Fishermen warning.
17.6.2021.
No comments:
Post a Comment