বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে ২০ জুন কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় ১৯ জুন বৃষ্টি হয়েছে। কোথাও মাঝারি, কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। ২৪ ঘন্টায় অর্থাৎ ২০ জুন দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া জেলায়। হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, হাওড়া কলকাতা হুগলি নদীয়া মেদিনীপুর জেলায়। ২০ জুন এর পর ২১ জুন সমগ্র দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতি উন্নতির সম্ভাবনা রয়েছে। ২১ জুন আকাশ পরিষ্কার হয়ে যাবার জন্য অসস্তিকর গরম বাড়বে। ২১-২৩ জুন পর্যন্ত বৃষ্টির পরিমাণ কম থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলোতে এই সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২০-২৩ জুনের মধ্যে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় ২৪-৪৮ ঘন্টায়। কলকাতা হাওড়া হুগলি নদীয়া ২৪ পরগণা ও মেদিনীপুর জেলায় ২৪ ঘন্টায় মাঝেমধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে মেঘাছন্ন। তবে ২১ জুনের আশেপাশে কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ কমে যেতে পারে। বাড়বে আদ্র ও অসস্তিকর গরম। ২৩-২৬ জুনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারো বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশের উপর এই দুটি সিস্টেমের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তার জন্য ২৪ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে ২০-২৩ জুনের মধ্যে বৃষ্টি বাড়বে। অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে ২০-২৩ জুনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪৮-৭২ ঘন্টায় বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Cyclonic circulation Monsoon trough Rain TS Westbengal Bangladesh Northbengal Jharkhand Bihar. Weather totally improve Kolkata & adjoining region 21June.
19.6.2021
No comments:
Post a Comment