বজ্রপাত সহ আকস্মিক ভারীবৃষ্টি দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, June 21, 2021

বজ্রপাত সহ আকস্মিক ভারীবৃষ্টি দক্ষিণবঙ্গে।

শুরু হতে চলেছে নতুন বৃষ্টিবলয় কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ২১-২৫ জুনের মধ্যে এই বৃষ্টিবলয় চোখে পড়বে। আকস্মিক ভারী বৃষ্টি ও মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণত বিক্ষিপ্ত থেকে বিস্তৃত সব রকমের বৃষ্টির ধরণ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায়। ২১-২৫ জুন কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ মেঘ-রোদ, সম্পূর্ণ মেঘাচ্ছন্ন বা প্রধানত মেঘাছন্ন থাকবে। রোদ বেরোলেও জোড়ালো টানা রোদ ওঠার সম্ভাবনা নেই। মেঘের ফাঁকে ফাঁকে রোদ বা মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়বে। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোনো কোনো সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে। যার জন্য অস্থায়ী ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেমন বাড়বে না। তবে মেঘরোদ বা মেঘের ফাঁক দিয়ে যে সময় রোদ উঠবে তখন অসস্তিকর গরম অনুভব হতে পারে। বাতাসে আর্দ্রতা যথেষ্ট বেশি থাকবে। বজ্রপাত বা প্রবল বজ্রপাত থাকতে পারে এই বৃষ্টি বলয়ে তাই বজ্রপাতের সতর্কতা দেওয়া হল। হাওড়া হুগলি কলকাতা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্ত থেকে বিস্তৃত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু বৃষ্টির স্পেল প্রোলঙ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া ও ২৪ পরগণা জেলায়। 
বর্তমানে একটি মৌসুমী অক্ষরেখা উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গের উপর। অপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের উপর। ৪৮-৭২ ঘন্টায় বিহার ও সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্ত অক্ষরেখার সঙ্গে যুক্ত হয়়ে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। ঘূূরণাবরত ও অক্ষরেখার প্রভাবে মাঝেমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়়খণড , বিহার ও উত্তরবঙ্গের জেলাগুলোতে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই সমস্ত অঞ্চলের কোথাও কোথাও অতিভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Cyclonic circulation Monsoon trough Heavy rain Thundershowers Westbengal Bangladesh Odisha Jharkhand Chhattisgarh Bihar 21 to 25 June. 

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......