তিনদিনে বাঁকুড়ায় ৪৩৯ মিমি বৃষ্টি। কলকাতায় ২৫৬ মিমি। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, June 18, 2021

তিনদিনে বাঁকুড়ায় ৪৩৯ মিমি বৃষ্টি। কলকাতায় ২৫৬ মিমি।

নিজস্ব সংবাদদাতা: মাত্র ৭২ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। জুন মাসে এত প্রবল বৃষ্টি খুবই কম দেখেছে বিগত বছরগুলোতে কলকাতাবাসী। মাত্র ৭২ ঘন্টার বৃষ্টি জুন মাসের স্বাভাবিক বৃষ্টির প্রায় ৮৮% পূরণ করে দিয়েছে। কলকাতায় স্বাভাবিক বৃষ্টি জুন মাসে ২৮৮ মিলিমিটার। ১৫,১৬ ও ১৭ জুন বৃষ্টি হয়েছে মোট ২৫৬ মিলিমিটার। মানে আর মাত্র ৩২ মিলিমিটার বৃষ্টি হলেই একমাসের স্বাভাবিক বৃষ্টির কোটা পূরণ করতো মাত্র তিনদিনে হিসাবমতো। অন্যদিকে বাঁকুড়া তৈরি করে ফেলেছে বৃষ্টির দিক থেকে এক অনন্য নজির। বাঁকুড়া জেলার জুন মাসে গড় স্বাভাবিক বৃষ্টি ২৮৫ মিলিমিটার। মাত্র ৭২ ঘন্টায় ৪৩৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বাঁকুড়ায়। অর্থাৎ তিনদিনে স্বাভাবিক ৩০ দিনের বৃষ্টির কোটা পূরণ করেও ৬৪% বেশি বৃষ্টি পেয়েছে বাঁকুড়া। সুতরাং বলাই যায় রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ভেসেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে। গত ২৪ ঘন্টায় তমলুকে বৃষ্টির পরিমাণ ১৭২.৭ মিলিমিটার, হলদিয়া ১৭২.৫ মিলিমিটার, আসানসোল ১৪০.৪ মিলিমিটার, পানাগড় ১৩৬.৪ মিলিমিটার, কাঁথি ১২৯.৭ মিলিমিটার। গত ৭২ ঘন্টায় আমতায় বৃষ্টির পরিমাণ ১২০ মিলিমিটার ও ডোমজুড়ে ১৪৭ মিলিমিটার। ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের বেশ কিছু নদী বিপদসীমার কাছে বা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তেমন দামোদর, দারকেশ্বর, অজয়, বরাকর সহ বেশ কিছু নদী। জল জমে বন্যা সদৃশ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ২৪-৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কিছু যায়গায়। মালদা দিনাজপুর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সহ বেশ কিছু যায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭২ ঘন্টায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, বিহার ও সংলগ্ন এলাকায়। আগের বৃষ্টি ও বর্তমান বৃষ্টির সম্ভাবনা থাকায় পশ্চিমাঞ্চলে ড্যামগুলি থেকে ছাড়া জলে বেশ কিছু যায়গা প্লাবনের আশঙ্কা রয়েছে। জলস্তর আরো বাড়তে পারে পশ্চিমবঙ্গের একাধিক নদীর। 
বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মধ বাংলাদেশের ঢাকা ও সংলগ্ন এলাকার উপর। মৌসুমী অক্ষরেখা পুুুুুরুলিয়়া , বাকুুড়়া, বর্ধমান ও শান্তিপুুর হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার জন্য ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও মাঝারি থেকে ভারীবৃষ্টি ও কিছু কিছু যায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুুরশিদাবাদ, বীরভূম মালদা দিনাজপুর নদীয়া বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮ ঘন্টায়। বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে। ২১ জুন থেকে সামগ্রিক আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টির পরিমাণ ও সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
Heavy rain Kolkata , Southbengal, Very heavy falls Bankura, Record breaking rain Southbengal, Low pressure, Trough, Circulation, Rain 48-72 hours North and Southbengal. Weather totally improve 21 June over Kolkata & Southbengal.
18.6.2021.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......