নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পর সেভাবে অগ্রসর হতে পারেনি বর্ষা। বঙ্গোপসাগরের শাখা খুবই শ্লথ সামান্য একটু এগুলেও প্রতিকূল পরিবেশ থাকায় আরবসাগরীয় শাখা নির্ধারিত সময়ের পরে প্রবেশ করছে কেরালায়। ২৪-৪৮ ঘন্টার মধ্যে কেরলে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। এবং পরবর্তীতে আরবসাগরীয় শাখা কর্ণাটক ও মহারাষ্ট্রের দিকে অগ্রসর হবে। এই সময় বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ হলে তবেই মৌসুমী বায়ুকে টেনে পশ্চিমবঙ্গে ঢোকাতে সক্ষম হবে। এখন সকলের প্রশ্ন মৌসুমী বায়ু কবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ঢুকবে। কবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ?? উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ১০/১১ জুনের আশেপাশে একটি নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। যা পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে অগ্রসর হয়ে আরো কিছুটা শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে ১২/১৩ জুনের আশেপাশে। আশা করা যাচ্ছে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। যার জন্য ১০ জুন থেকে ১৪ জুনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে যেতে পারে। ৭-১০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে আসল প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। ১১-১৪ জুনের মধ্যে কলকাতায় বর্ষা প্রবেশ করতে পারে। উত্তরবঙ্গে বর্ষা ১০-১৪ জুনের মধ্যে প্রবেশ করে যাবে। তবে বর্তমানে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের জন্য ও অপেক্ষাকৃত রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকায় চূড়ান্ত অসস্তিকর গরম অনুভব হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এই গরম অসস্তি অনুভব হবে আগামী ৭২ ঘন্টায়। তবে ৭ তারিখ বা তারপর থেকে প্রাক বর্ষার বৃষ্টির পরিমাণ বাড়বে। ৭২ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। ৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ কখনো রৌদ্রজ্জ্বল, কখনো আংশিক মেঘলা আবার কখনও মেঘাছন্ন হতে পারে। বাড়বে ঘর্মাক্ত অসস্তিকর গরম। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের জন্য বৃষ্টির পরেও তেমন গরম কমবেনা। বরং ঘর্মাক্ত অসস্তি লেগেই থাকবে। বর্তমানে কেরালা থেকে মহারাষ্ট্র উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। আরবসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জন্য ২৪-৪৮ ঘন্টায় কেরালা ও সংলগ্ন এলাকায় বর্ষা প্রবেশ করতে চলেছে। আগামী ৯৬-১২০ ঘন্টার মধ্যে কর্ণাটক মহারাষ্ট্র কেরালা গোয়া দক্ষিণ ভারতের কোথাও কোথাও বর্ষা প্রবেশ করতে পারে। বর্তমানে উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর অবস্থিত। তাই গরম ও অসস্তিকর পরিবেশের পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত প্রচুর পরিমাণে হবার সম্ভাবনা রয়েছে।।
weatherofwestbengal@gmail.com
WeatherofWestbengal.blogspot.com
Warm & humid weather, Premonsoon TS, Monsoon Kerala, Depression Possibility Monsoon 10-14 June Westbengal.
No comments:
Post a Comment