সমগ্র পশ্চিমবঙ্গেই কমবেশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৭২ ঘন্টায়। থাকবে আকাশের মুখ ভার বেশিরভাগ সময়েই। বিগত ২৪-৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হয়েছে। ৪৮-৭২ ঘন্টায় মাঝেমধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরং ২৩-২৫ জুনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলোতে। ৪৮-৭২ ঘন্টায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং দিনাজপুর জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের বীরভূম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান জেলায় মাঝেমধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও কোনো কোনো সময় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা নদীয়া ২৪ পরগণা জেলায়। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী থেকে জোড়ালো বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাড়বে বৃষ্টির পরিমাণ ৪৮-৭২ ঘন্টায়। দক্ষিণবঙ্গে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন বেশিরভাগ সময়। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার উপর। অপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর। ৪৮-৭২ ঘন্টায় ঝাড়খণ্ডের উপর থাকা ঘূর্ণাবর্ত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে অক্ষরেখার সঙ্গে সংযুক্ত হয়ে নামবে। বর্তমানে নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের পুরুলিয়া চন্দ্রকোনা টাউন ঘাটাল আমতা ও হিঙ্গলগঞ্জের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। অন্যদিকে অপর একটি অক্ষরেখা নেপাল থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যার জন্য উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের নানা জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Cyclonic circulation Monsoon trough Spells of rain and Ts Gangetic Westbengal Northbengal Jharkhand Chhattisgarh Bangladesh 48-72 hours.Increasing rain.
22.6.2021
No comments:
Post a Comment