ঐতিহাসিক ভয়াবহ বজ্রপাতের ভ্রুকুটি বঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, June 05, 2021

ঐতিহাসিক ভয়াবহ বজ্রপাতের ভ্রুকুটি বঙ্গে।

নিজস্ব সংবাদদাতা: সকালের দিকে রৌদ্রজ্জ্বল আকাশ থাকলেও সন্ধ্যায় আকাশ কালো করে ঝড়বৃষ্টি ও সাথে মুহুর্মুহু বজ্রপাত। তবে ঘর্মাক্ত অসস্তি ভাব অব্যাহত রয়েছে। আগামী ৪৮-৭২ ঘন্টায় ঐতিহাসিক ভয়াবহ বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আকাশ থাকবে আংশিক থেকে কোনো কোনো সময় প্রধানত মেঘাছন্ন আকাশ। ৭২-৯৬ ঘন্টায় বঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ঘর্মাক্ত ও অসস্তিকর গরম অনুভব হবে। বর্তমানে পশ্চিমবঙ্গের সাইন্যপটিক স্ট্যাটাস দেখলে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা এছাড়া অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গের উপর। একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে উত্তরবঙ্গের উপর দিয়ে তার জন্য ৪৮-৭২ ঘন্টায় অতি ভয়াবহ বজ্রপাতের সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। সুউচ্চ কিউমুলোনিম্বাস মেঘ থেকে প্রবল বজ্রপাত হবে। সঙ্গে কোথাও কোথাও ৩০/৪০-৫০/৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বা লোকাল ভর্টেক্স বা টর্নেডোর ন্যায় পরিস্থিতি তৈরি হবে। তাই সতর্ক থাকুন ও বজ্রপাতের সময় বাড়ি থেকে বের হবেন না।
বর্তমান সমগ্র ভারতের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে হরিয়ানা ও সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। কর্ণাটক ও সংলগ্ন এলাকার উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে এছাড়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দুুটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু পর্যন্ত। যার জন্য দক্ষিণ ভারতে ৪৮-৭২ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে আকস্মিক ভারী বৃষ্টি , প্রবল বজ্রপাতের সতর্কতা দেওয়া হল। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ১১-১৩ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে।
Weather of Westbengal, Very Dangerous lightening strike and Thunder Alert, Instant heavy rain, Premonsoon, TS, Rain, Gusty wind, Tornado or tornado like condition..
5.6.2021

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......