নিজস্ব সংবাদদাতা: জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আবার নিম্নচাপ। ঘূর্ণিঝড় ইয়াস চলে যাওয়ার পর বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ সৃষ্টি হবে ১০/১১ জুনের আশেপাশে। এটি পশ্চিমবঙ্গে বর্ষাকে প্রবেশ করালেও নিম্নচাপটির এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলের কাছে গভীর নিম্নচাপে পরিণত হবার আশঙ্কা রয়েছে। তাই বর্ষার আগমন হলেও দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ, পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকা ও উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায়। ৯ জুনের আশেপাশে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা পরবর্তী ২৪-৪৮ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। ৭২-৯৬ ঘন্টার মধ্যে অর্থাৎ ১২-১৩ জুনের আশেপাশে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। যেহেতু গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে তাই ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, উত্তাল সমুদ্র ও জলচ্ছাসের আশঙ্কা করা হচ্ছে পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূলে। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও জলচ্ছাসের সম্ভাবনা থাকায় সদ্য ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষয়ক্ষতির পর এধরনের দুর্যোগে সিঁদুরে মেঘের মতো হতে পারে উপকূলীয় এলাকার মানুষদের কাছে। কিছুটা অনুকূল পরিবেশ ও পিছনে মৌসুমী বায়ু প্রবেশের জন্য সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সিস্টেমটি পশ্চিমবঙ্গ বা উত্তর ওড়িশা উপকূলে আঘাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। ফলে মৌসুমী বায়ু সিস্টেমটির সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড , বিহার, ছত্তিশগড়ে প্রবেশ করে যেতে পারে ১২-১৬ জুনের মধ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে ১০-১৩ জুনের মধ্যে। এছাড়া বাংলাদেশ ও ওড়িশায় ৯-১৪ জুনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। আজ ৩ জুন দক্ষিণ কেরালায় প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আগামী ৯৬-১২০ ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু তামিলনাড়ু কর্ণাটক কেরালার সম্পূর্ণ অংশ, গোয়া, দক্ষিণ মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের কোথাও কোথাও প্রবেশ করে যেতে পারে। গভীর নিম্নচাপের টানে উত্তরবঙ্গে ৯-১৪ জুনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি যেহেতু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তাই ঝাড়খণ্ড, ওড়িশা ছত্তিশগড় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে ১০-১৬ জুনের আশেপাশে। এদিকে পশ্চিমবঙ্গে আসল প্রাক বর্ষার বৃষ্টি ৭ জুন বা তারপর থেকে শুরু হয়ে যাবে। পরিশেষে বলা যায় মৌসুমী বায়ুর প্রথম দফায় ভালো বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তাল সাগর জলচ্ছাস, প্লাবন ও ঝোড়ো হাওয়ার সিঁদুরে মেঘ দেখছে পশ্চিমবঙ্গ ওড়িশা ও বাংলাদেশের উপকূলীয় এলাকার মানুষ গভীর নিম্নচাপের সম্ভাবনার হাত ধরে।
Depression Possibility, Bay of Bengal, Rain, Gusty wind, Heavy rain, Flash flood , Rough sea and high tide, Windy weather, Westbengal Odisha Bangladesh Jharkhand Chhattisgarh. Stay Safe Stay alerted.
Weather of Westbengal.
3.6.2021
No comments:
Post a Comment