৬ জুন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর জেলায় প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আগামী ৪৮-৭২ ঘন্টায় অতি ভয়াবহ লাল বজ্রপাত সহ প্রাক মৌসুমী ঝড়বৃষ্টির সতর্কতা দেওয়া হল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। স্থানীয় ভাবে ভারী বৃষ্টির পাশাপাশি ঘনঘন প্রবল থেকে প্রবলতর বজ্রপাতে মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠবে। হয়তো তীব্র অসহনীয় গরমের পর শান্তির বারিধারা হয়ে উঠবে বিভীষিকাময়। অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়বৃষ্টি হবে মূলত কিউমুলোনিম্বাস মেঘ থেকে। স্থবির নেহাই আকারের ঝড়ের মেঘ থেকে ঘনঘন মারাত্মক রকমের বজ্রপাত হবে। কোথাও কোথাও ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আকস্মিক তৈরি বজ্রগর্ভ মেঘ থেকে রেনস্টোর্ম বা টর্নেডো ধরনের সাইক্লনিক রিজিওনাল ফিয়েচার দেখা যেতে পারে। বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর ২৪ পরগণা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া কলকাতা দ ২৪ পরগণা ও বর্ধমান জেলায় কাঁপানো বজ্রপাত সহ ঝড়বৃষ্টি হবে। কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ থাকবে আংশিক মেঘাছন্ন থেকে মেঘাছন্ন আকাশ। তীব্র অসহনীয় আদ্র গরম অনুভব হতে পারে। তবে আগামী ৭২-৯৬ ঘন্টায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
বর্তমানে উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি দুটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। যার জন্য উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃৃৃৃষটি হতে পারে। বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা সিলেট রাজশাহী রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুুলনা বিভাগ বাদে সব অঞ্চলেই বর্ষা প্রবেশ করেছে ৬ জুন বাংলাদেশে।
Severe lightening and thunder alert. Monsoon Westbengal and Bangladesh, Me India, Premonsoon TS Kolkata Southbengal.
Weather of Westbengal.
6.6.2021
No comments:
Post a Comment