মিশকালো মেঘে ঘনাবে আঁধার। তুমুল বাজ ও মুষলধারে বৃষ্টি। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, June 07, 2021

মিশকালো মেঘে ঘনাবে আঁধার। তুমুল বাজ ও মুষলধারে বৃষ্টি।

নিজস্ব সংবাদদাতা: মিশকালো মেঘে ঘনাবে আঁধার যেন হঠাৎ গ্রহণ লাগবে সূর্যের আলোয়। মাঝেমধ্যেই আসবে মুষলধারে বৃষ্টি ও তীব্র বজ্রপাত। বজ্রপাত যেন হবে মৃত্যু ফাঁদ ৭২ ঘন্টায়। দফায় দফায় মারাত্মক বজ্রপাত সাথে তারা লাগানো আওয়াজকে ভর করে প্রাক বর্ষা কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আজ প্রবল বজ্রপাতে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে ৯ জনের এবং হুগলির পোলবায় ৯ জনের। এছাড়া বর্ধমানে ৫ জন মেদিনীপুরে ২ জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত বজ্রপাতে আজ প্রাণ হারিয়েছেন ২৫ জন। আগামী ৭২ ঘন্টায় বাজ পড়ে আরো কত ক্ষতি হবে কে জানে?? বাড়বে বৃষ্টির তীব্রতা ৭২ ঘন্টায়। ১০-১৪ জুনের মধ্যে নিম্নচাপের হাত ধরে বাড়বে বৃষ্টি ও দমকা হাওয়া। উত্তাল হবে সাগর। বর্তমানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পশ্চিমবঙ্গের উপর। তার জন্য আগামী ৭২ ঘন্টায় মাঝেমধ্যেই প্রবল বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুহুর্মুহু বজ্রপাত কাড়বে জীবন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে জোরালো প্রাক বর্ষা। আগামী ৯-১৩ জুনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। উত্তরবঙ্গে আগামী ৪৮-৭২ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ উভয় ২৪ পরগণা বাঁকুড়া মেদিনীপুর সহ সমগ্র দক্ষিণবঙ্গে ৪৮-৭২ ঘন্টায়।। 
#Weatherofwestbengal
7.6.2021.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......