৪৮ ঘন্টায় শেষ মারণ কামড় দেবে জীবননাশী বজ্রপাত। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, June 09, 2021

৪৮ ঘন্টায় শেষ মারণ কামড় দেবে জীবননাশী বজ্রপাত।

নিজস্ব সংবাদদাতা: ৯-১০ জুন শেষ মারণ কামড় দিয়ে বিদায় হবে বজ্রপাত। তবে এই ৪৮ ঘন্টা সবাই বজ্রপাত থেকে সতর্ক থাকুন। কারণ অতি ভয়াবহ বজ্রপাত হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন যায়গায় এই ৪৮ ঘন্টায়। পদে পদে মৃত্যু ডেকে আনবে সর্বগ্রাসী বজ্রপাত। মারাত্মক অতি মারাত্মক বজ্রপাতের অভিজ্ঞতা হবে দক্ষিণবঙ্গবাসীর। শক্তিশালী কিউমুলোনিম্বাস মেঘ থেকে ক্লাউড টু গ্রাউন্ড স্ট্রাইকের সম্ভাবনা বেশি রয়েছে। এমন ভয়াবহ বজ্রপাত হয়তো কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী খুবই কম দেখেছে। সেই সঙ্গে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা হাওড়া হুগলি নদীয়া ২৪ পরগণা বর্ধমান বীরভূম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ নানা জায়গায় তুমুল বজ্রপাতের সতর্কতা দেওয়া হল। ৯ ও ১০ জুন পর্যন্ত বিভীষিকাময় বজ্রপাতের অধ্যায় চলবে এবং ১১ জুন নিম্নচাপ ও বর্ষা প্রবেশ করলে বজ্রপাতের তীব্রতা কমে যাবে এবং দমকা হাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়বে ১১-১৪ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে। ৮-১০ জুন পর্যন্ত বজ্রপাত থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। বজ্রপাতের সময় জলে নামবেন না। সমস্ত ইলেক্ট্রিক মিডিয়া আনপ্লাগ করুন বজ্রগর্ভ মেঘ দেখা মাত্রই। নিরাপদ আশ্রয়ে চলে আসুন। বজ্রপাতের সময় বাইরে বেরোবেন না। ঘরের জানালা দরজা দিয়ে রাখুন। ধাতব বস্তুর সংস্পর্শ থেকে দূরে থাকুন। মোবাইল সুইচটফ করে রাখুন। নিজে সতর্ক হোন এবং অন্যকে সতর্ক করুন। 
চিত্রে দেখা যাচ্ছে ৭ জুন সরকারি ভাবে ২৬ জন মারা গেছেন বজ্রপাতে। এবং পরবর্তীতে সংখ্যা আরো বাড়ছে। হুগলি মুুুুুুুুরশিদাবাদ জেলায় প্রচুর মানুষ মারা গেছেন বজ্রপাতে। ৮ জুন বর্ধমান বীরভূম হুগলি মেদিনীপুর বাকুুড়়া জেলায় তীব্র বজ্রপাত হয়। আগামী ৯ ও ১০ জুন অতি তীব্র বজ্রপাতের সতর্কতা দেওয়া হল কলকাতা সহ দক্ষিণবঙ্গের নানা জায়গায়। তবে ১১ জুন থেকে বজ্রপাতের পরিমাণ অনেক কমে যাবে। দমকা হাওয়া ও বৃষ্টি হবে। 
বর্তমানে দুুটি অক্ষরেখা অবস্থান করছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব ভারতের উপর যার জন্য ৪৮ ঘন্টায় তীব্র বজ্রপাত সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এছাড়া ১১-১৪ জুুনের মধ্য্যে নিম্নচাপ সৃষ্টি হবে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। 
weatherofwestbengal@gmail.com
Date 9.6.2021.

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......