কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘনিয়ে আসছে চরম দুর্যোগ। ক্রমেই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, July 27, 2021

কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘনিয়ে আসছে চরম দুর্যোগ। ক্রমেই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ।

উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপ আরো শক্তিশালী হয়ে ২৭ জুলাই সন্ধ্যায় সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যার জন্য আজ রাত থেকেই দমকা হাওয়া ও বৃষ্টি আরো বৃদ্ধি পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ও বাংলাদেশের উপকূলীয় এলাকায়। নিম্নচাপটি ২৭ জুলাই সন্ধ্যা ৬ টা নাগাদ ২১.৭৬°উত্তর ও ৯০.৭৮°পূর্ব অবস্থানে রয়েছে। সুষ্পষ্ট নিম্নচাপ ওই সময় বাংলাদেশের চর ফ্যাশন থেকে ৩৩ কিলোমিটার দক্ষিণ, বরিশালের কলাপাড়া থেকে ৬৪ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব, পাথরঘাটা থেকে ৮৯ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব বাংলাদেশের খুলনার মংলা বন্দর থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ পূর্ব, কলকাতা থেকে ২৬২ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব, বনগাঁ থেকে ২৪৪ কিলোমিটার দক্ষিণ পূর্ব, বসিরহাট থেকে ২২১ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব ও হাওড়ার আমতা থেকে ৩০১ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল। নিম্নচাপটি ১২-২৪ ঘন্টার মধ্যে যথেষ্ট গভীর হবার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ২৪-৪৮ ঘন্টায় মৌসুমী অক্ষরেখা অনুসরণ করে পশ্চিম উত্তর পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ৪৮-৭২ ঘন্টার মধ্যে নদীয়া বা ২৪ পরগণা জেলা দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা রয়েছে। যার জন্য ২৭ জুলাই রাত থেকে ৩০ জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী ও ভারী থেকে অতিভারী/ চরমভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৩০-৫০ বা ৪০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। হাওড়া হুগলি কলকাতা নদীয়া ২৪ পরগণা মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাওড়া হুগলি নদীয়া বর্ধমান ও ২৪ পরগণা জেলায় প্রবল দুর্যোগ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি আরো গভীর হতে চলায় উত্তর পূর্ব, উত্তর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল হবার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দ ২৪ পরগণায় প্রবল জলচ্ছাস হবার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বন্যা সদৃশ পরিস্থিতি বা বন্যা হতে পারে প্রদত্ত নিম্নচাপের প্রভাবে। ৩১ জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপ, অক্ষরেখা ও জলীয় বাষ্পের সংযুক্তির প্রভাবে।
Well marked low pressure area, Depression possibility, Severe weather, Massive rain, Kolkata & South Bengal, Bangladesh.
27.7.2021(8.48 pm)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......