২৫-২৬ জুলাই পর্যন্ত শুরু হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিবলয় "জয়ী" তারপরেই আসছে "বরুন"। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, July 24, 2021

২৫-২৬ জুলাই পর্যন্ত শুরু হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টিবলয় "জয়ী" তারপরেই আসছে "বরুন"।

প্রবলতর বৃষ্টিবলয় বরুনের (Varun) নির্ধারিত সময়সীমা ১ দিন পিছিয়ে যাচ্ছে। ২৬ জুলাই থেকে বৃষ্টিবলয় বরুন শুরু হবার কথা থাকলেও প্রাকৃতিক কারণে পিছিয়ে যাচ্ছে। ২৭জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মেয়াদ হতে চলেছে এক ভয়াবহ বৃষ্টিবলয় বরুনের। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বা বাংলাদেশের উপর ২৭-২৮ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে তার জন্য অতি প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে ২৭-৩১ জুলাই পর্যন্ত। কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিবলয়ে হাওড়া হুগলি কলকাতা ২৪ পরগণা মেদিনীপুর নদীয়া বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী ও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও চরমভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত। এই বৃষ্টি বলয়ে এতবৃষ্টি ও দুর্যোগ হবে #PrayforKolkata #PrayforSouthbengal পরে উল্লেখ হলে আশ্চর্য হবার কথা নয়। কলকাতায় প্রায় সর্বোনিম্ন ৩০০ মিমি+ ও সর্বোচ্চ ৬০০ মিমি+ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৭-৩১ জুলাই পর্যন্ত সময়সীমার মধ্যে। মানে বুঝতেই পারছেন কেমন বৃষ্টি আসছে। শুধু কলকাতা নয় হাওড়া, উভয় ২৪ পরগণা, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিমাঞ্চলে লেভেলের বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে দমকা হাওয়া। মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে। তবে ভয়াবহ বৃষ্টিবলয় বরুন শুরু হবার আগে ২৪-২৬ জুলাই বিক্ষিপ্ত বৃষ্টিবলয় আদ্র ও অসস্তিকর গরম যুক্ত মিশ্রবলয় জয়ী চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ কোনো কোনো সময় খুব মেঘাচ্ছন্ন আকাশ। উষ্ণ আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত গরমের পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা হাওড়া হুগলি নদীয়া বীরভূম পুরুলিয়া মেদিনীপুর বাঁকুড়া ২৪ পরগণা ও নদীয়া জেলায় বিক্ষিপ্ত বা কোথাও কোথাও প্রায় বিস্তৃত বৃষ্টি বা বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রবিদ্যুত থাকতে পারে তাই বজ্রপাত থেকে সাবধানে থাকুন। কোথাও কোথাও বিক্ষিপ্ত দমকা হাওয়া বয়ে যেতে পারে। গরম ও অসস্তিকর পরিবেশ যখন বাড়বে তখনই বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হবে। মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় থাকায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তবে বৃষ্টি বলয় নরেনে সবজায়গায় ও সবসময় সমান পরিমাণ বৃষ্টি হবেনা। কোথাও কোথাও ভালো বৃষ্টি হবে আবার কোনো অঞ্চল বঞ্চিত হবে। অর্থাৎ বৃষ্টির বন্টন ও পরিমাণে তারতম্য থাকবে। ২৭ জুলাই থেকে ক্রমান্বয়ে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। বাংলাদেশ উপকূলে জয়ীর প্রভাবে মাঝারি থেকে ভারী ও কোনো কোনো সময় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ মৌসুমী অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে যা বাংলাদেশ উপকূলীয় এলাকায় মনসুন সার্জ তৈরি করবে ও প্রচুর বৃষ্টি ঘটাবে। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাতেও মনসুন সার্জের প্রভাবে বৃষ্টি হতে পারে ২৫ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত।
২৪.৭.২০২১ (রাত:-৮.২৭ মিনিট).

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......