শুরু হতে চলেছে ৩ আগষ্ট থেকে ৯ আগষ্টের মধ্যে বিক্ষিপ্ত থেকে প্রায় বিস্তৃত/বিস্তৃত বৃষ্টিবলয় নরেন্দ্র। এদিকে ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত পূর্বাভাস মতোই বৃষ্টিবলয় বরুন ভাসিয়ে দিয়ে গিয়েছে সমগ্র দক্ষিণবঙ্গকে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ২৯ জুলাই নাগাদ পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গ- বাংলাদেশ সীমান্তে গভীর নিম্নচাপে পরিণত হয়। এবং পরবর্তীতে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার উপর অতি গভীর নিম্নচাপে পরিণত হয়। কিন্তু বড়ো আশ্চর্যের বিষয় ভারতীয় মৌসম বিভাগ সিস্টেমটিকে গভীর থেকে গভীরতর হবার পরেও সুষ্পষ্ট নিম্নচাপের বেশি তোলেনি। যাইহোক সিস্টেমটি ব্যাপক দুর্যোগ ঘটায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে। মোটামুটিভাবে ঝাড়খণ্ডের বাসিন্দারা
বুঝতে পেরেছে ওটা মামুলি সুষ্পষ্ট নিম্নচাপ ছিল নাকি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ ছিল। বর্তমানে নিম্নচাপটি দুর্বল হচ্ছে এবং ৪৮ ঘন্টায় উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওই নিম্নচাপের প্রভাব কমছে এবং ২৪-৪৮ ঘন্টায় আরো অনেকটাই কমে যাবে। তবে নিম্নচাপ যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকিয়ে দিয়েছে তাই ৪৮-৭২ ঘন্টায় মাঝেমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বা বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত গরম অনুভব হবে। আকাশ থাকবে আংশিক থেকে প্রধানত মেঘলা কোনো কোনো সময় প্রায় সম্পূর্ণ মেঘাচ্ছন্ন আকাশ চোখে পড়বে। বায়ুর চাপের তারতম্যের কারণে ২৪-৩৬ ঘন্টায় উপকূলীয় ও সংলগ্ন এলাকায় কিছু দমকা বাতাস চোখে পড়তে পারে। তবে কিছু দমকা হাওয়া থাকলেও ভয়াবহ কিছু হবে না। অন্যদিকে শুরু হতে চলেছে নতুন বৃষ্টিবলয় নরেন্দ্র। ৩/৪ আগষ্ট থেকে ৮/৯ আগষ্ট পর্যন্ত সময়সীমার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে। ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবেই বৃষ্টিবলয় নরেন্দ্র সৃষ্টি করবে। সমগ্র দক্ষিণবঙ্গে নরেন্দ্রের বিস্তার থাকবে। বিক্ষিপ্ত থেকে প্রায় বিস্তৃত বা বিস্তৃত বৃষ্টি ও বজ্রবিদ্যুত সহ বৃষ্টি চোখে পড়বে। হাওড়া হুগলি নদীয়া বর্ধমান ২৪ পরগণা মেদিনীপুর কলকাতা প্রভৃতি অঞ্চলে নরেন্দ্রের প্রভাব বেশি থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলেও বৃষ্টি বা বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থবিরতা সম্পন্ন বৃষ্টি বা দমকা হাওয়া যুক্ত বৃষ্টি সবরকম চোখে পড়বে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি কিছু কিছু সময় ভারী থেকে অতিভারী বৃষ্টির স্পেল চোখে পড়বে বৃষ্টিবলয় নরেন্দ্রে। বৃষ্টির সঙ্গে বজ্রপাত থাকতে পারে। প্রাকৃতিক কারণে বৃষ্টিবলয় নরেন্দ্রের কিছু হেরফের হতে পারে।
৩১.৭.২০২১
No comments:
Post a Comment