ধেয়ে আসছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিবলয় “ বরুন"(Pronounciation: VARUN). - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, July 23, 2021

ধেয়ে আসছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিবলয় “ বরুন"(Pronounciation: VARUN).

ধেয়ে আসছে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিবলয় বরুন। বৃষ্টিবলয় বান ২৬ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দফায় দফায় ও টানা একনাগাড়ে ভয়াবহ বৃষ্টি ও দুর্যোগ ঘটাতে সক্ষম বৃষ্টিবলয় বরুনে পরিণত হচ্ছে। বৃষ্টিবলয় বরুন নামটি একটি সংস্কৃতি শব্দ যার অর্থ হিন্দু ধর্মের বৃষ্টির দেবতা। প্রদত্ত বৃষ্টিবলয় অতি শক্তিশালী বৃষ্টিবলয় হতে চলেছে তাই প্রদত্ত নামটি দেওয়া হল। প্রদত্ত বৃষ্টিবলয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা যশোর ও চট্টগ্রাম বিভাগে। ভারী থেকে অতিভারী বৃষ্টি ও চরমতম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা চট্টগ্রাম মংলা যশোর সাতক্ষীরা প্রভৃতি অঞ্চলে। ৩০০-৪০০ মিমি+ বৃষ্টি হতে চলেছে ওই সমস্ত অঞ্চলে। ঢাকা রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী ও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রদত্ত সময়ের মধ্যে। মেদিনীপুর, দ ২৪ পরগণা হাওড়া হুগলি কলকাতা পুরুলিয়া মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানে ৩০০-৪০০ মিমি+ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলায় ২০০-৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে ২৬ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে। সবচেয়ে কম প্রভাব পড়বে উত্তরবঙ্গে ও বাংলাদেশের উত্তরাংশে এই বৃষ্টি বলয়ে ওখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে প্রদত্ত সময়ের মধ্যে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় বা ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় আসন্ন বৃষ্টি বলয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় ও সংলগ্ন এলাকায়। প্রবল বৃষ্টিতে জলমগ্নতা, নদীর জলস্ফীতি ও বন্যা সদৃশ পরিস্থিতি বা বন্যা হবার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলীয় এলাকায়, হাওড়া হুগলি কলকাতা ২৪ পরগণা মেদিনীপুর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। ২৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত উত্তর পূর্ব, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় বা ৬০-৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া ও জলচ্ছাস হবার সম্ভাবনা রয়েছে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আসন্ন সিস্টেমটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূল, বা উত্তর পূর্ব বঙ্গোপসাগর বা বাংলাদেশের উপর তৈরি হবার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম বা পশ্চিম উত্তর পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে যারজন্য প্রবল থেকে প্রবলতর বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ২৬-৩১ জুলাইয়ের মধ্যে। সিস্টেমটি সর্বোনিম্ন সুষ্পষ্ট নিম্নচাপ থেকে সর্বোচ্চ গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর পাশাপাশি শক্তিশালী মৌসুমী অক্ষরেখা ও জলীয় বাষ্পের সংযুক্তির প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে চলেছে। ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বা মাঝারি থেকে ভারী/অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া সহ। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু যায়গায় কয়েকপশলা ভারী থেকে অতিভারী বৃষ্টির স্পেল বা বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘন্টায়। 
Massive rain and TS, Gusty wind, Gangetic Westbengal and Bangladesh 26-31July. System+ Monsoon Trough+ Active monsoon. Rough sea. Flood like or flood condition shed Westbengal and Bangladesh.
 24.7.2021

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......