বৃষ্টিবলয় নরেন্দ্র আবার জেগে উঠেছে দক্ষিণবঙ্গে।৬ জুলাই কলকাতা হাওড়া নদীয়া ২৪ পরগণা হুগলি জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টি চোখে পড়ছে। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে ২৪-৪৮ ঘন্টায় রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নরেন/নরেন্দ্র সক্রিয় হয়েছিল ৩ আগষ্ট থেকে ৪ আগষ্ট মুষলধারে বৃষ্টি হয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলোতে। ৫ আগষ্ট বৃষ্টির পরিমাণ কমলেও ৬ আগষ্ট আবার বজ্রবিদ্যুত সহ বৃষ্টি শুরু হয়েছে। মাঝেমধ্যেই জেগে উঠছে নরেন্দ্র। এর পরবর্তী বৃষ্টিবলয় ৮ আগষ্ট থেকে ১৬ আগষ্ট পর্যন্ত সময়সীমার মধ্যে সক্রিয় হবে উত্তরবঙ্গে বৃষ্টিবলয় ঝুমুর "05SWB-Ws". বৃষ্টিবলয় ঝুমুর নামকরণ করেছেন মাননীয় অয়ন ঘোষ মহাশয়। এই বৃষ্টিবলয়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝুমুর উত্তরবঙ্গের বৃষ্টিবলয় হলেও প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে।
Weather of Westbengal team.
6.8.2021
No comments:
Post a Comment