আশ্বিনের শারদপ্রাতে বেজে ওঠে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরীত মেঘমালা। রেডিওতে চলছে মহালয় ২০১৩ সালের ৬ অক্টোবর সকালে। অন্যদিকে গাল্ফ অফ থাইল্যান্ডে তখন তৈরি হয়েছে নিম্নচাপ মা ক্রমেই শক্তিশালী হচ্ছে। মহালয় শোনার পর সকালে খবর শুনতে গিয়ে শুনতে পেলাম দূর্গাপূজায় অর্থাৎ দেবীপক্ষে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে। আঘাত হানতে পারে দক্ষিণ ওড়িশায়। দক্ষিণবঙ্গ দুর্যোগের কবলে পড়তে চলেছে দুর্গাপূজার সময়। পূর্বাভাস মতোই ১২ অক্টোবর মহাষ্টমীর দিন বিকেলে ওড়িশার গোপালপুরে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ফাইলিন। অন্যদিকে ২০১৪ সালে ফাইলিনের বর্ষপূর্তি করতে আসে ঘূর্ণিঝড় হুদহুদ।
২০১৮ সালে অক্টোবরের ৬ তারিখ নাগাদ আন্দামান সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয় যা পরবর্তীতে শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন উত্তর অন্ধ্রে আঘাত করে তিতলি নাম নিয়ে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। ২০১৭ সালে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম বঙ্গের উপর একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হয় ৮-১২ অক্টোবরের মধ্যে। ২০২০ সালে ১২ অক্টোবরের আশেপাশে একটি অতি গভীর নিম্নচাপ সৃষ্টি হয় এবং অন্ধ্রে আঘাত হানে। ২০১৩ থেকে ২০২০ সালের মধ্যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে সিস্টেমের সংখ্যা ৫ টি বঙ্গোপসাগরে অর্থাৎ যথেষ্ট বেশি। ৮ বছরের মধ্যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ৫ টি সিস্টেম। অর্থাৎ ৬২.৫% সিস্টেম হয়েছে বিগত ৮ বছরে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে। এই সিস্টেমগুলির বেশিরভাগ আঘাত হেনেছে ওড়িশা ও অন্ধ্রে। ঘটে যাওয়া সিস্টেমগুলোর প্রভাবে অল্প বিস্তর দুর্যোগ হয়েছে দক্ষিণবঙ্গেও। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মৌসুমী বায়ু সমগ্র ভারত থেকে বিদায় নেয় না। এবং উচ্চচাপ মায়ানমারের দিকে বেশি এগিয়ে থাকার কারণে সিস্টেম ওড়িশা অন্ধ্রের দিকে অগ্রসর হবার সম্ভাবনা বেশি থাকে। উচ্চচাপ শক্তিশালী হয়ে উঠলে পূবালী বাতাসের প্রাধান্য সামুদ্রিক অঞ্চলের উপর বেশি থাকে সেই জন্য পশ্চিম উত্তর পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে যায়। কিন্তু যদি মৌসুমী বায়ু অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও বিহার থেকে বিদায় নেবার সময় নিম্নচাপ সৃষ্টি হলে বা মৌসুমী বায়ু বিদায় নেওয়ার পর নিম্নচাপ তৈরি হলে তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপর ঝড়ের সম্ভাবনা তৈরি হয়। আবার যদি ফরমেশন জোন স্বাভাবিকের চেয়ে উত্তরে ও মায়ানমার ঘেঁষে তৈরি হলে তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য দুর্যোগের শঙ্কা ঘনিয়ে আসে। প্রদত্ত বছরে অক্টোবরে লা নিনা পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা থাকায় এবং আই ও ডি ঋনাত্মকের দিকে ঝুঁকে থাকায় অক্টোবরে দুর্যোগের সম্ভাবনা থাকছে। সিস্টেম তৈরির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
৭.৮.২০২১ (Weather of Westbengal team).
No comments:
Post a Comment