উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়েছে নিম্নচাপ অক্ষরেখা। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে ৪৮-৭২ ঘন্টায় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে চলেছে বৃষ্টিবলয় নরেন্দ্র বা নরেন। ৪৮-৭২ ঘন্টায় কলকাতা হাওড়া হুগলি নদীয়া ২৪ পরগণা জেলায় মাঝেমধ্যেই মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যার জন্য বন্যা পরিস্থিতির অবনতি হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টিবলয় নরেন গতকাল থেকেই সক্রিয় হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। এবার নরেনের পিক টাইম আসতে চলেছে। হতে পারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি। ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিহীন সময়ে অসস্তিকর ঘর্মাক্ত পরিস্থিতি অনুভব হতে পারে। নরেন সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে দক্ষিণবঙ্গ-বাংলাদেশের উপকূলীয় এলাকায়। এছাড়া পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৪.৮.২০২১
No comments:
Post a Comment