এযেন গোদের উপর বিষফোঁড়া। একটি গভীর নিম্নচাপ যাওয়ার ৭ দিনের মধ্যেই তৈরি হতে চলেছে আবার নতুন করে নিম্নচাপ। এই নিম্নচাপ ও শক্তিশালী মৌসুমী অক্ষরেখার হাত ধরেই আবার বাড়তে চলেছে বৃষ্টি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ৩ আগষ্ট থেকে ৭ আগষ্ট পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গে প্রবল বজ্রবিদ্যুত সহ বৃষ্টি ও দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪-৬ আগষ্টের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু যায়গায় বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ওই সময়ের মধ্যে দমকা হাওয়া সহ বৃষ্টি / বজ্রবিদ্যুত সহ বৃষ্টি চোখে পড়বে। ৪/৫ আগষ্টের আশেপাশে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ বা দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূলে একটি নিম্নচাপ ঘনীভূত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা অতিসক্রিয় হয়ে উঠবে প্রদত্ত সময়ের মধ্যে তার জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। পূর্ব মেদিনীপুর উভয় ২৪ পরগণা হাওড়া কলকাতা হুগলি জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী ও কোথাও কোথাও বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪,৫ ও ৬ আগষ্ট। এছাড়া পরবর্তী পর্যায়ে নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে যার জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪-৭ আগষ্টের আশেপাশে। ৩ আগষ্ট প্রবল বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। নিম্নচাপের প্রভাবে ৪-৭ আগষ্টের মধ্যে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে আংশিক মেঘলা ও কোনো কোনো সময় প্রধানত মেঘলা। উষ্ণ আদ্র ও অসস্তিকর ঘর্মাক্ত গরম অনুভব হবে ৪৮-৭২ ঘন্টায়। পূর্বের নিম্নচাপে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু যায়গায় এর পর যদি আবার ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সৃষ্টি হয় সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। অন্যদিকে আসন্ন নিম্নচাপ পরবর্তী পর্যায়ে ঝাড়খন্ডের দিকে অগ্রসর হতে পারে যার জন্য ঝাড়খন্ডেও ভারী বৃষ্টি হতে পারে। সামগ্রিক ভাবে তাই বৃষ্টিবলয় বরুনের পর বৃষ্টিবলয় নরেন্দ্র গোদের উপর বিষফোঁড়াই হতে চলেছে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য। এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম যশোর সাতক্ষীরা মংলা বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩-৬ আগষ্টের মধ্যে।
১.৮.২০২১.
No comments:
Post a Comment