পুজো আসতে আর মাত্র কয়েকদিন তারি মাঝে সবাই কেনাকাটি করছে পুজো কিন্তু তারই মাঝে বৃষ্টির ভ্রুকুটি আমরা দেখেছি। বিগত কয়েক মাস ধরে বৃষ্টি এবারে সেরকম কলকাতা সহ দক্ষিণবঙ্গে হয়নি। জুনে জুলাইতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম ছিল কিন্তু অগাস্টের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে গোটা কলকাতার কিন্তু তাতেও বৃষ্টির পরিমাণ এতটাই কম ছিল যে দক্ষিণবঙ্গে ঘাটতি মেটাতে পারিনি। কিন্তু দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে দক্ষিণবঙ্গে অত্যধিক বৃষ্টির আশঙ্কা রয়েছে এর মূলত কারণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি সৃষ্ট নিম্নচাপ। সামনে দুটো রবিবারের পর আমাদের পুজোর শুরু হচ্ছে অর্থাৎ মহালয়া কিন্তু তারই আগে এই বৃষ্টি। আগামী দিনে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে আগামী ৪৮ ঘণ্টা কলকাতাসহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোসাগরে নিম্নচাপ টি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা, তৎসংলগ্ন অন্ধপ্রদেশে ঢুকলেও এর প্রভাবে অর্থাৎ জলীয় বাষ্প এবং মৌসুমী অক্ষরেখা অত্যধিক সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম থাকলেও দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলের অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
Debjit Majumder, Weather Of West Bengal Team.
No comments:
Post a Comment