রাতভর বৃষ্টিতে জল থৈ থৈ মহানগর। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, September 13, 2022

রাতভর বৃষ্টিতে জল থৈ থৈ মহানগর।


ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টিপাতের স্বাক্ষী থাকলো মহানগর কলকাতা।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমশঃ সরে যাচ্ছে মধ্যপ্রদেশের উত্তর-পশ্চিম দিকে। ইতি মধ্যেই আগের তুলনায় তাঁর শক্তি হ্রাস পেয়েছে। বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপ রূপে মধ্যপ্রদেশে অবস্থান করছে।
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে নিম্নচাপের দূরত্ব বাড়লেও অতিসক্রিয় মৌসুমী অক্ষরেখার ছোঁবলে গতকাল রাতভর প্রবল বর্ষনে ভাসলো মহানগর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শুধুই যে ভারী বৃষ্টিপাত হয়েছে তা নয় ! ভারী বৃষ্টিপাতের সঙ্গী ছিল দমকা ঝোড়ো হাওয়া এবং ঘন ঘন মেঘের বিদ্যুৎ ঝলকানি ও গর্জন।
আমাদের শ্রেষ্ঠ জাতীয় উৎসব দূর্গাপূজা শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি ! পূজো প্রস্তুতিও জোর কদমে এগিয়ে চলেছে । আর একদিকে জোর কদমে চলছে পূজোর কেনাকাটা। ভালো বিক্রির আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। বাঙালীর সবচেয়ে বড় উৎসবের জোড় তোরজোড় চলছে ঠিক সেই সময়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা T 20 -এর মেজাজে ব্যাটিং  শুরু করেছে।
ইতি মধ্যেই বৃষ্টিপাতের ঝোড়ো ইনিংসে বৃষ্টিপাতের ঘাটতি বেশ কিছুটা মিটেছে । আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ ভালোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 
আগামী কাল অর্থাৎ বুধবার ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে -
🔵 উত্তর ২৪ পরগনা
🔵 নদীয়া
🔵 বর্ধমান
🔵 মূর্শিদাবাদ ও
🔵 বীরভূম
এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। 
একদিকে নিম্নচাপের পরোক্ষ প্রভাব ও আর একদিকে ভরা কোটাল এই দুই-এর জেরে আগামী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর সাগর যথেষ্ট উত্তাল থাকবে। উপকূলীয় এলাকায় জোয়ারের সময় তীব্র জলোচ্ছ্বাস দেখা যাবে। 
আগামী ২৪ ঘন্টায় মৎস্য জীবিদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি থাকবে। 
অপরদিকে রাজ্যের সমুদ্র সৈকতগুলোতে পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী ২৪ ঘন্টায় মহানগর কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই পূজোর প্রস্তুতিতে বিঘ্ন ঘটাতেই বৃষ্টি !! 
মহানগর কলকাতাতেও এই বছরে বর্ষায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম ছিল আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত। কিন্তু সেপ্টেম্বর মাস পড়তেই ধীরে ধীরে আগের তুলনায় বৃষ্টিপাতের ঘাটতি বেশ কিছুটা মিটেছে। আগামী কিছুদিনে কলকাতার বৃষ্টি ঘাটতি আরও বেশ কিছুটা মিটবে বলেই মনে করা হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।
তবে বলা বাহুল্য , বর্ষার শেষ লগ্নে এসে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপুটে ইনিংস যদি এই ভাবে বজায় থাকে তা আমাদের শ্রেষ্ঠ জাতীয় উৎসব দূর্গাপূজায় বিঘ্ন ঘটানোর আশঙ্কা থেকেই যাচ্ছে ।
 Shantanu Banerjee, Weather Of West Bengal Team.
           

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......