গভীর নিম্নচাপের ও জলীয় বাষ্পের সংযুক্তির ভারী থেকে অতিভারী বৃষ্টির ধাক্কা সামলাতে না সামলাতেই সাগরে আবার নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জন্য আবার বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে প্রদত্ত গভীর নিম্নচাপের মতো শক্তিশালী সিস্টেম না হওয়ার সম্ভাবনা বেশি ঘূর্ণাবর্তের তবে কিছুটা শক্তি বাড়ালেও বাড়াতে পারে। ম্যাডেন জুলিয়ান অশিলেশন বর্তমানে ফেজ ৩ ও অ্যাম্প্লিচিউড ১ এর বেশি রয়েছে। যার জন্য বঙ্গোপসাগরে ও ভারতের পরিমণ্ডলে বিশেষ করে মধ্য , পূর্ব মধ্য , পূর্ব ও উত্তর পূর্ব ভারতে গভীর সঞ্চারণশীল মেঘমালা সংগঠনের সম্ভাবনা বেশি থাকছে। এবং ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা সম্মিলিত ভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ , ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ১৭-২২ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে ঐ সময়ের মধ্যে। বাড়বে মেঘাচ্ছন্নতা। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত ৪৮ ঘন্টায় অক্ষরেখা অনুসরণ করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও ওড়িশায় বৃষ্টি আবারো বাড়তে চলেছে। তবে আগের নিম্নচাপের মতো না হলেও এই ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলীয় ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়ার জন্য জলজমার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মেদিনীপুর , ২৪ পরগণা সহ উপকূলীয় এলাকায় এমনিই জলে টইটুম্বুর হয়ে রয়েছে। আসন্ন ঘূর্ণাবর্ত থেকে যে বৃষ্টি হবে তার পরিস্থিতির অবনতি করতে পারে। ১৮-২২ সেপ্টেম্বরের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফেয়ারলি ওয়াইডস্প্রেড থেকে ওয়াইডস্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের ৫০-৭০% অংশে বৃষ্টি বা তার বেশি স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমস্ত দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Forecasting by: Weather of Westbengal
16.9.2021(Night).
Nice
ReplyDeleteFrom krishna quotes