হাওড়ার আমতা ছুঁলো ১৬.৪°সে। আরো জাঁকিয়ে বসবে শীত। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, November 14, 2022

হাওড়ার আমতা ছুঁলো ১৬.৪°সে। আরো জাঁকিয়ে বসবে শীত।


নিজস্ব সংবাদদাতা: ১৩ নভেম্বর ২০২২ থেকে উত্তরে বাতাসের দাপট বৃদ্ধি পাওয়ার জন্য রাতের দিক থেকে হুড়মুড়িয়ে বাড়ছিল শীত হাওড়া জেলায়। তারজন্য ১৪ নভেম্বর ২০২২ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতোই হাওড়া জেলায় ভালো রকম সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পায়। হাওড়ার উলুবেড়িয়ায় সর্বোনিম্ন তাপমাত্রা ১৮°সে আশেপাশে থাকলেও হাওড়ার আমতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪°সে আশেপাশে নেমে যায়। মধ্যরাত থেকে সকালের মধ্যে রীতিমতো কনকনে ঠান্ডা অনুভব হয় হাওড়া জেলার বিভিন্ন স্থানে। শীতের কামড় বেশি ছিল উদয়নারায়ণপুর, আমতা, জগৎবল্লভপুর প্রভৃতি স্থানে। আগামী ৪৮ ঘন্টায় বেশ ঠান্ডা অনুভব হবে সমগ্র হাওড়া জেলায়। বিশেষ করে ঠাণ্ডার কামড় বাড়তে শুরু করবে সূর্যাস্তের পর থেকে। রাত ভোর ও খুব সকালের দিকে কনকনে ঠান্ডা অনুভব হবে। এই ভাবেই গোটা সপ্তাহ জুড়ে ঠাণ্ডা চলবে হাওড়া জেলায়। সমগ্র হাওড়া জেলায় সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৪-১৮°সে আশেপাশে। হাওড়া জেলার গড় সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ১৬°সে আশেপাশে। পরবর্তী সপ্তাহে আরো জাঁকিয়ে বসবে শীত সমগ্র হাওড়া জেলাজুড়ে। সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যাবে ১২ থেকে ১৫°সে আশেপাশে। পরবর্তী সপ্তাহে শীতের ঝটকা আরো কনকনে মজবুত ও আরো হাত পা ঠান্ডা করা হতে চলেছে হাওড়া জেলায়। সুতরাং চুটিয়ে উপভোগ করুন লম্বা শীতের স্পেল।
১৪/১১/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......