নিজস্ব সংবাদদাতা: অক্টোবর মাসের পরিসংখ্যান অনুযায়ী বিগত দশ বছরের মধ্যে শীতলতম অক্টোবরের তকমা পেয়েছে পশ্চিমবঙ্গ ২০২২ সালেই। নভেম্বরের শুরুর দিকে সামুদ্রিক নিম্নচাপের পূবালী বাতাস ও উচ্চচাপ বলয়ের জোড়বন্ধনে তাপমাত্রা ২০-২৪°সে আশেপাশে ঘোরাফেরা করলেও নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের ফর্মে চলে এসেছে ঠাণ্ডা। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ১৮-২০°সে আশেপাশে সেখানে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১৩-১৪°সে আশেপাশে। পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১-১৩°সে আশেপাশে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই। উত্তরবঙ্গেও বাড়তে শুরু করেছে ঠাণ্ডা। মালদার রতুয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১২°সে ছুঁয়ে ফেলেছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এত বেশি ঠাণ্ডা বিগত বেশ কিছু বছর দেখা যায়নি। আগামী নভেম্বরে তৃতীয় ও চতুর্থ সপ্তাহে আরো কড়া ঠাণ্ডা পড়তে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গে। উত্তর পশ্চিম ভারত থেকে শীতবলয় বিস্তৃত ও স্থানান্তরিত হয়ে ব্যাপক ঠাণ্ডা সৃষ্টি করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের জেলাগুলোতে। কনকনে লং লাস্টিং ঠাণ্ডা পড়তে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ২০২২-২৩ এর শীতে। নভেম্বরের তৃতীয় সপ্তাহের শেষ থেকে চতুর্থ সপ্তাহে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বোনিম্ন তাপমাত্রা ১২-১৪°সে আশেপাশে নেমে যেতে পারে। এবং ভীষণ ঠাণ্ডা সমন্বিত কোল্ডবেল্ট দ্বারা আক্রান্ত হতে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গ। এরকম বহু মাঝারি থেকে শক্তিশালী শীতবলয় দ্বারা আক্রান্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ। আসছে বহু শৈত্যপ্রবাহ ও কনকনে মারাত্মক ঠাণ্ডা ২০২২-২৩ এর সমগ্র শীত জুড়ে। নিনো সূচক বর্তমানে ঋনাত্মক রয়েছে পাশাপাশি আই ও ডি নিরপেক্ষ অথচ ঋনাত্মক রয়েছে যা এপ্রিল মাসের মধ্যে ধনাত্মক অথচ নিরপেক্ষ দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। এল নিনো ও আই ও ডি সূচক নিরপেক্ষ অথচ ঋনাত্মকের দিকে থাকার জন্য ভীষণ ঠাণ্ডার সতর্কতা রয়েছে ২০২২-২৩ এর সমগ্র শীত জুড়ে। আসল শীতের দাপট সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের পর থেকে অনুভব হবে। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক শৈত্যপ্রবাহ, শীতবলয় ও ভীষণ ঠাণ্ডা আবহাওয়া অনুভব হবে। আগামী ৭-১৪ দিনের মধ্যে উল্লেখযোগ্য হারে বাড়বে ঠাণ্ডার দাপট। লঙ লাস্টিং ঠাণ্ডা পড়তে চলেছে সমগ্র পশ্চিমবঙ্গে।
কেমন হতে চলেছে ২০২২-২৩ এর শীতকাল ?
👉 সমগ্র পশ্চিমবঙ্গেই ভীষণ ঠাণ্ডার দাপট থাকবে।
👉 সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ সময় ও বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম থাকবে।
👉 উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে ভীষণ ঠাণ্ডা অনুভব হবে।
👉 সমগ্র দক্ষিণবঙ্গের বিভিন্ন যায়গা শীতের দিক থেকে রেকর্ড করতে পারে। ইন্টেরিয়র ও গ্রামীণ এলাকায় শীতের দাপট বেশি থাকবে। শহরেও শীতের দাপট বেশি থাকবে।
👉 বিশাল অঞ্চলব্যাপী দীর্ঘস্থায়ী শীতবলয় দেখা যাবে।
👉 প্রচুর শৈত্যপ্রবাহ ও হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভব হবে।
👉 দীর্ঘস্থায়ী প্রচুর ঠাণ্ডার জন্য দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভূমি তুষার বা গ্রাউন্ড ফ্রস্ট দেখা যেতে পারে কোথাও কোথাও।
👉 সমগ্র দক্ষিণবঙ্গে ১০-১৪°সে রেঞ্জের দীর্ঘস্থায়ী ঠাণ্ডা অনুভব হবে। কলকাতার সর্বোনিম্ন তাপমাত্রা ৯-১৪°সে মধ্যে নামতে পারে। কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বোনিম্ন তাপমাত্রা ৭-১১°সে আশেপাশে নেমে যেতে পারে। যেমন হাওড়া হুগলি ২৪ পরগণা নদীয়া মেদিনীপুরে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠাণ্ডা ১০°সে এর নীচে চলে যাবে। পশ্চিমাঞ্চলের সর্বোনিম্ন তাপমাত্রা ৬-১০°সে আশেপাশে নেমে যেতে পারে ২০২২-২৩ এর শীতে।
👉 দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৬°সে নীচেও নেমে যেতে পারে।
👉 উত্তরবঙ্গের দার্জিলিং এ সর্বনিম্ন তাপমাত্রা ০°সে বা তার নীচে নেমে যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং সহ উচ্চ পাহাড়ি অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
👉 দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা অবিশ্বাস্য ভাবে শীত রেকর্ড হতে পারে যেমন কল্যাণী- হাবড়া- ব্যারাকপুর বেল্ট । খড়্গপু্র -কাথি বেল্ট। পশ্চিমাঞ্চল বেল্ট। বহরমপুর -মুর্শিদাবাদ-মালদা বেল্ট। পশ্চিমাঞ্চল বেল্ট। হাওড়া -হুগলি-বাকুড়া-মেদিনীপুর বেল্ট। তরাই বেল্ট। এই বেল্টগুলোতে রেকর্ড ব্রেকিং শীত পড়তে চলেছে।
👉 ২০২২-২৩ এর শীতের বিস্তৃতি অনেক বেশি হবে। পশ্চিমী ঝঞ্ঝা এলেও শীতের বাঁধা তেমন ফেলবে না। শীতের বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কম হবে।
সুতরাং আসন্ন দিনে ব্যাপক শীতের জন্য প্রস্তুত থাকুন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সবযায়গায় প্রচুর পরিমাণে ঠাণ্ডা পড়তে চলেছে।
১৭/১১/২০২২
No comments:
Post a Comment