নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হচ্ছে। ১৬ নভেম্বর ২০২২ নাগাদ আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের পূর্ব প্রান্তে তৈরি হতে চলেছে নিম্নচাপ। যা পরবর্তী পর্যায়ে কিছুটা শক্তি বাড়িয়ে তামিলনাডু উপকূলের দিকে অগ্রসর হবে। নিম্নচাপটি কিছুটা শক্তি বাড়িয়ে সুষ্পষ্ট নিম্নচাপ ও তার বেশি শক্তিশালী হতে পারে। নিম্নচাপটি তামিলনাডু উপকূলের দিকে অগ্রসর হবার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সিস্টেমটির কোনো প্রভাব পড়বে না। মধ্যভারত ও তৎসংলগ্ন এলাকায় একটি উচ্চচাপ বলয় সক্রিয় হয়ে ওঠার জন্য সিস্টেমটি উপরের দিকে উঠতে পারবেনা। নিম্নচাপটি নীচের দিকে অগ্রসর হবে তারজন্য আসন্ন সিস্টেম থেকে বেঁচে যাবে বাংলা। সিস্টেম যাবে তামিলনাডু বা তামিলনাডু -শ্রীলঙ্কা উপকূলের দিকে। তারজন্য তামিলনাডু শ্রীলঙ্কা অন্ধ্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নভেম্বরের তৃতীয় সপ্তাহে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাড়বে ঠাণ্ডা নভেম্বরের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। উচ্চচাপ বলয়ের অবস্থান সিস্টেমটিকে নীচের দিকে পাঠিয়ে দেবে। সিস্টেমের গতিপথ হবে পশ্চিম দিকে বেশি এবং উত্তর পূর্ব দিকে বাঁক নেওয়ার প্রবণতা নেই। নিম্নচাপের প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ১৫ থেকে ১৮ নভেম্বর ২০২২ এর মধ্যে দমকা হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে নিম্নচাপ আসার সম্ভাবনা আপাতত নেই তাই অযথা আতঙ্কিত হবেন না। উপভোগ করুন মরশুমের প্রথম জব্বর ঠাণ্ডা দক্ষিণবঙ্গে।
১৩/১১/২০২২
No comments:
Post a Comment