ঠাণ্ডায় জমে যাবে ব্যারাকপুর, কল্যাণী, হাবরা, বসিরহাট ও বনগাঁ বেল্ট। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, November 18, 2022

ঠাণ্ডায় জমে যাবে ব্যারাকপুর, কল্যাণী, হাবরা, বসিরহাট ও বনগাঁ বেল্ট।


নিজস্ব সংবাদদাতা: শীতের দিক থেকে বিগত বছরগুলোতে দক্ষিণবঙ্গের পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলির মধ্যে সেরা ব্যারাকপুর, কল্যাণী, বনগাঁ, বসিরহাট, টাকি বেল্ট। প্রদত্ত বেল্টের মধ্যে গত দুই বছর ধরে অর্থাৎ ২০২০ ও ২১ সালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৬-৭°সে এর মধ্যে। বাকি অঞ্চলেও তাপমাত্রা নেমেছিল ১০°সে এর নীচে। ২০২২ সালে নভেম্বরেই প্রদত্ত বেল্টে তাপমাত্রা নেমে গিয়েছে ১৩-১৫°সে আশেপাশে। আসন্ন দিনে পূর্বাঞ্চলীয় সেরা ঠাণ্ডার বেল্টে তাপমাত্রার আরো পতন হবে। নভেম্বরের শেষ সপ্তাহে ব্যারাকপুর, কল্যাণী, হাবরা বসিরহাট বনগাঁ টাকি বেল্টের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০-১৪°সে আশেপাশে যা ডিসেম্বর-জানুয়ারি মাসে আরো কমে ১০°সে নীচে চলে যেতে পারে। মারাত্মক ঠাণ্ডার সতর্কতা ওই সমস্ত অঞ্চলে আগামী দিনে। আসা করা যায় ব্যারাকপুর- কল্যাণী-বনগা- হাবরা - বসিরহাট - টাকি বেল্টে ২০২২-২৩ এর শীতে ডিসেম্বর জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৬-১০°সে আশেপাশে। এখন প্রশ্ন হলো পার্টিকুলার এই অঞ্চলে এত ঠান্ডা কেন হবে?
ব্যারাকপুর- হাবরা বসিরহাট বনগাঁ কল্যাণী এই বেল্টটি রয়েছে উত্তর ২৪ পরগণা ও নদীয়া জেলায় । সামান্য কিছুটা অংশ হুগলি জেলার একেবারে পূর্ব প্রান্ত টাচ করে বেরিয়ে গেছে। নদীয়া ও উত্তর ২৪ পরগণার এই অঞ্চলে আবদ্ধতা কম । বেশিরভাগ অঞ্চলজুড়ে ফাঁকা স্থান, জলাভূমি ও গাছপালা রয়েছে তারজন্য এই অঞ্চলে ব্যাপক শীত পড়ার অনুকূল পরিবেশ রয়েছে। পাশাপাশি উন্মুক্ত স্থান ও কিছু স্থানে বনাঞ্চল থাকায় উত্তরে বাতাস বিনা বাঁধায় বয়ে যাবে। বেশিরভাগ অঞ্চলজুড়ে জলাভূমি থাকায় উত্তরে হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি জলাভূমির সংস্পর্শে ব্যাপক ঠাণ্ডা অনুভব হয়। এবং গায়েতে ঠাণ্ডা যথেষ্ট লাগে। ২০২২-২৩ সালে অনুকূল পরিবেশ থাকায় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে দীর্ঘমেয়াদি জব্বর শীত পড়তে চলেছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ তামিলনাডু যাচ্ছে। যার জন্য সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে জাঁকিয়ে মনে রাখার মত শীত পড়তে চলেছে। আর এবছর পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়কে প্রভাবিত করলেও সমতলে সেরকম প্রভাব নিয়ে আসবেনা। বরং উচ্চচাপ বলয় থেকে বিস্তৃত অঞ্চল জুড়ে শীতল শুষ্ক বাতাসের প্রবাহ দেখা যাবে। অন্যদিকে ব্যারাকপুর কল্যাণী হাবরা বসিরহাট বনগাঁ বেল্টে হাড়কাঁপানো ঠাণ্ডা পড়তে চলেছে আসন্ন দিনে। পুরুলিয়া বাঁকুড়ার ঠাণ্ডা অতি শুষ্কতার কারণে ৫-৬°সে নেমে গেলেও ঠাণ্ডা গায়ে লাগে কম। কিন্তু কল্যাণী হাবরা বনগাঁ ব্যারাকপুর বেল্টে প্রচুর জলাভূমি থাকায় ঠাণ্ডা তো জাঁকিয়ে পড়বেই ওই অঞ্চলের সর্বোনিম্ন তাপমাত্রা হয়তো ৫-১০°সে আশেপাশে নেমে যেতে পারে আসন্ন শীতে। ঐ পুরো ঠাণ্ডাটাই গায়ে লাগবে ও হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভব হবে। সুতরাং শীতবিলাসী মানুষদের জন্য উপযুক্ত হতে চলেছে আসন্ন শীত। কল্যাণী ব্যারাকপুর হাবরা বসিরহাট বনগাঁ বেল্টের মানুষরা খুব উপভোগ করবে কনকনে জব্বর ঠাণ্ডা।
১৮/১১/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......