নিজস্ব সংবাদদাতা: বিগত দিনে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার ও রৌদ্রজ্জ্বল থাকলেও ১৯ নভেম্বর ২০২২ সকাল থেকেই কলকাতা হাওড়া সহ দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়েছে। এই আকস্মিক মেঘাচ্ছন্নতা দেখে অনেকেই ভাবছেন আবার বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে এবং এই মেঘবৃষ্টি হয়তো শীতের পথে ফের বাঁধা সৃষ্টি করবে। এই মেঘের প্রকৃতি পর্যালোচনা করে দেখা যাচ্ছে এটি তামিলনাডু উপকূলের কাছে থাকা নিম্নচাপ থেকে আসা আউটার ব্যাণ্ডের মেঘ। এই মেঘ মূলত বৃষ্টিহীন। নিম্নচাপটি যথেষ্ট ঘনীভূত হতে না পারায় এই নিম্নচাপ আউটার ব্যাণ্ডের মেঘ ছাড়ছে বেশি। সেই মেঘপুঞ্জেরই একটা অংশ ঢুকে পড়ছে দক্ষিণবঙ্গের আকাশে। এই মেঘ থেকে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। অন্যদিকে আউটার ব্যাণ্ডের মেঘ ঢুকলেও উত্তরে হাওয়া কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে চলেছে। এই উত্তরে হাওয়া ও আউটার ব্যাণ্ডের মেঘ প্রবেশ করার জন্য আকস্মিক মেঘাচ্ছন্নতা সম্মিলিত ভাবে সকাল থেকেই একটা ঠান্ডা ভাব রাখছে দক্ষিণবঙ্গে। শীত শীত অনুভূতি লাগছে। যেহেতু উত্তরে বাতাস চলছে তাই রাতের দিকেও তাপমাত্রা তরতরিয়ে নামবে। রাত ও সকালের দিকে ভালো ঠাণ্ডার অনুভূতি পাওয়া যাবে। অন্যদিকে যে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তা যাবে তামিলনাডুর দিকে। নিম্নচাপ সরে গেলেই হুড়মুড়িয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গে নামবে আরো তাপমাত্রা। দেখা যাবে দাপুটে উত্তরে বাতাস নভেম্বরের তৃতীয় সপ্তাহের শেষ থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১২ থেকে ১৫°সে আশেপাশে।
১৯/১১/২০২২
No comments:
Post a Comment