নিজস্ব সংবাদদাতা: সমগ্র পশ্চিমবঙ্গবাসীর ভালোবাসার শহর দার্জিলিং। সে প্রকৃতি প্রেমই হোক বা প্রকৃতির মাধ্যমে প্রেম দার্জিলিং হলো পশ্চিমবঙ্গবাসীর বেড়াতে যাওয়ার সেরা ঠিকানা। হিলস্টেশন বেড়াতে যাবো আর জাঁকিয়ে ঠাণ্ডা উপভোগ করবনা তাকি হয়? স্নোফল না পেলে পাহাড় বেরিয়ে ঠিক সুখ নেই। স্নোফলের সম্ভাবনা না থাকলেও জম্পেশ শীত কিন্তু পড়ে গেছে শৈলশহরে। শৈলশহর দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০°সে। এবং বিগত কিছুদিন ধরে শৈলশহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ৭-১০°সে আশেপাশে। আগামী সপ্তাহখানেকের মধ্যে তাপমাত্রা আরও নেমে ৫-৮°সে আশেপাশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮-৭২ ঘন্টায় দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৭-১০°সে আশেপাশে। হাড়কাপানো ঠাণ্ডা ও রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। তাহলে তুষারপাত কবে হবে?
রুকো জারা সবর করো। ডিসেম্বরটা আসতে দাও মনের বাসনা পূরণ হয়ে যাবে। ডিসেম্বর জানুয়ারিতে স্নোফল পাবে দার্জিলিং। তাপমাত্রা ডিসেম্বর জানুয়ারি মাসে ০°সে বা তার নীচে নেমে যাবে। দার্জিলিং এর পাশাপাশি কালিম্পং ও কার্শিয়াং এও জম্পেশ ঠাণ্ডা অনুভব হচ্ছে এবং আগামী দিনে আরো বাড়বে ঠাণ্ডা। আপাতত দার্জিলিং শহরে খুবই ঠাণ্ডা অনুভব হবে এবং রৌদ্রজ্জ্বল পরিষ্কার আবহাওয়া থাকবে যা কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য উপযুক্ত পরিবেশ হতে চলেছে।
২০/১১/২০২২
No comments:
Post a Comment