নিজস্ব সংবাদদাতা: কনকনে ঠান্ডা চলছে উত্তরবঙ্গের সবকটি অঞ্চলে। কোথাও ১২°সে আবার কোথাও ১৩°সে। ২১ নভেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৮°সে, রামসাই ও পুণ্ডিবারি ১৩°সে, মাঝিয়ান ১২.৮°সে, কালিম্পং ১২.৩°সে। এছাড়া উত্তরবঙ্গের প্রায় বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা রয়েছে ১২ থেকে ১৪°সে আশেপাশে। ২২ নভেম্বর ২০২২ পুণ্ডিবারির তাপমাত্রা নেমে এসেছে ১২.৯°সে, রামসাই ১২.৫°সে, মাঝিয়ান ১৩.৯°সে, রতুয়া ১২.৬°সে। আগামী ৪৮-৭২ ঘন্টায় শীতের দাপট বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে ও তরাই অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০ থেকে ১৪°সে আশেপাশে।
প্রবল উত্তরে শুষ্ক শীতল বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডা অনুভব হবে আরো উত্তরবঙ্গ জুড়ে। আগামী দিনে কাঁপবে উত্তরবঙ্গ।উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে সর্বোনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে ভীষণ শীতের দাপট। আগামী ৪৮-৭২ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের উচ্চ পার্বত্য অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৪ থেকে ৯°সে আশেপাশে। উত্তরবঙ্গে মূলত রৌদ্রজ্জ্বল ঝকঝকে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। ক্রমশ বাড়বে শীতের দাপট। উত্তরবঙ্গ ও মেঘালয়ের দয়া দাক্ষিণ্য নিয়ে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বাড়বে শীতের দাপট আরো। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৩°সে আশেপাশে। আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই।
২২/১১/২০২২
No comments:
Post a Comment