নিজস্ব সংবাদদাতা: বিগত দিনে দক্ষিণবঙ্গের আকাশে দেখা গিয়েছিল মেঘের আনাগোনা। সুদূর তামিলনাডু উপকূলের কাছে থাকা নিম্নচাপের মেঘ পশ্চিমা বাতাসের উপর ভর করে ঢুকে পড়েছিল দক্ষিণবঙ্গের আকাশে তারজন্য সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। সাগরের উপর থাকা নিম্নচাপ তামিলনাডু উপকূলের কাছে এসে দুর্বল হয়ে তামিলনাডুর দিকে চলে যাওয়ায় ২৩ নভেম্বর ২০২২ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আসছে জাঁকিয়ে ঠাণ্ডা। ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর ২০২২ পর্যন্ত জাঁকিয়ে ঠাণ্ডা অনুভব হবে সমগ্র দক্ষিণবঙ্গে। কলকাতা হাওড়া সহ সমগ্র দক্ষিণবঙ্গে বয়ে যাবে শীতল উত্তরে বাতাস। সূর্যাস্তের পর থেকে হুড়মুড়িয়ে বাড়বে শীতের দাপট। মূলত রৌদ্রজ্জ্বল শুষ্ক আবহাওয়ার সঙ্গে জম্পেশ ঠাণ্ডা এই হতে চলেছে ভবিতব্য। কলকাতা হাওড়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে সর্বোনিম্ন তাপমাত্রা নামতে পারে ১২ থেকে ১৬°সে আশেপাশে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আরও নেমে যাবে তারজন্য ভালোই ঠাণ্ডা অনুভব হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃদ্ধি পেয়েছে শীতের দাপট। উত্তরবঙ্গের সমতলের তাপমাত্রা ১০°সে পর্যন্ত নামতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভালো রকম ঠাণ্ডা অনুভব হবে। বাড়বে উত্তরে শীতল বাতাসের দাপট। আগামী ৪-৫ দিনে উল্লেখযোগ্য কোনো বৃষ্টিবাহী সিস্টেম আসবেনা পশ্চিমবঙ্গের দিকে তাই বৃষ্টির সম্ভাবনা নেই ।
২৩/১১/২০২২
No comments:
Post a Comment