নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ মানে যেমন হাজারদুয়ারির কথা মনে পড়ে যায় ঠিক তেমনি সঙ্গীত গুরু অরিজিৎ সিং এর জন্মস্থান হলো মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। তাই মুর্শিদাবাদ ইতিহাস ও সঙ্গীতকে একসূত্রে বেঁধে রেখেছে। কিন্তু আমাদের আলোচনার পটভূমি হলো আবহাওয়া তাই মুর্শিদাবাদের অন্যতম আবহাওয়ার বিশেষত্ব হলো এক চরমভাবাপন্ন আবহাওয়া। যেমন মুর্শিদাবাদে গরমে ৪০°সে উঠে যায় ঠিক তেমনি ভরা শীতে তাপমাত্রা নেমে আসে ৭-৮°সে আশেপাশে। নভেম্বরের চতুর্থ সপ্তাহে পাল্লা দিয়ে বাড়ছে শীতের দাপট সমগ্র মুর্শিদাবাদ জুড়ে। জিয়াগঞ্জ- আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর সব জায়গাতেই জাঁকিয়ে বসেছে শীত। সামগ্রিক ভাবে সমগ্র মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১২ থেকে ১৪°সে আশেপাশে। আগামী দিনে আরো জাঁকিয়ে বসবে ঠাণ্ডা। বীরভূম -ঝাড়খন্ড- বিহার বেল্ট থেকে আরো নেমে আসবে হিমশীতল উত্তরে বাতাস আরো জাঁকিয়ে বসবে শীত সমগ্র মুর্শিদাবাদ জুড়ে। আপাতত আগামী ৪৮-৭২ ঘন্টায় সমগ্র মুর্শিদাবাদ জুড়ে কনকনে ঠান্ডা অনুভব হবে ও মূলত রৌদ্রজ্জ্বল শুষ্ক বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করবে। তাই মুর্শিদাবাদ যারা বেড়াতে যাচ্ছেন তারা কনকনে ভীষণ ঠাণ্ডার কবলে পড়তে চলেছে। তাই মোটা শীতের যথাপযুক্ত পোষাক নিয়ে বেড়োন। ওখানে কলকাতার মতো পাতি ঠাণ্ডা নয় বেশ ভীষণ ঠাণ্ডা রয়েছে ওই সমস্ত অঞ্চলে। আপাতত সমগ্র মুর্শিদাবাদ জুড়ে চলবে কনকনে ঠান্ডা। যা আগামী দিনে আরো বাড়বে।
২৪/১১/২০২২
No comments:
Post a Comment