হাওড়ার আমতায় ১৫.২°সে। মরশুমের শীতলতম দিন আজ। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, November 25, 2022

হাওড়ার আমতায় ১৫.২°সে। মরশুমের শীতলতম দিন আজ।


নিজস্ব সংবাদদাতা: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই হাওড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৬ থেকে ১৮°সে আশেপাশে। হুড়মুড়িয়ে উত্তরে বাতাসের প্রবাহের সঙ্গে তাপমাত্রার পতন শুরু হয়েছিল। নভেম্বরের চতুর্থ সপ্তাহে সমগ্র হাওড়া জেলা জুড়ে বেড়েছে শীতের দাপট। কনকনে শীতকে হাতিয়ার করে হাওড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫°সে এর ঘরে ২৫ শে নভেম্বর ২০২২ সকালে। ২৫ শে নভেম্বর ২০২২ খুব সকালে হাওড়া জেলার উলুবেড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫°সে। হাওড়া জেলার আমতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.২°সে যা নভেম্বরের গড় স্বাভাবিক সর্বোনিম্ন তাপমাত্রার চেয়ে ৪°সে কম। আগামী ৫ দিনে সমগ্র হাওড়া জেলাজুড়ে বাড়বে আরো শীতের দাপট। কনকনে ঠান্ডা অনুভব হবে ঠিক সূর্যাস্তের পর থেকে রাত যত বাড়বে আপটু সকাল পর্যন্ত ভালো ঠাণ্ডা অনুভব হবে। দিনের বেলায় বয়ে যাবে শীতল উত্তরে বাতাস। এই শীতল উত্তরে বাতাসে ভর করেই ক্রমশ বাড়বে ঠাণ্ডা। শীত মানেই ১০-১২°সে ঠিক তেমনটি নয়। গড় স্বাভাবিক সর্বোনিম্ন তাপমাত্রার থেকে কতটা তাপমাত্রা নামছে তার উপরেই নির্ভর করে শীতের দাপট। কতটা শীত মানুষকে প্রভাবিত করছে। গড় স্বাভাবিক সর্বোনিম্ন তাপমাত্রার চেয়ে ৩-৪°সে তাপমাত্রা কমলেই জাঁকিয়ে শীত অনুভূত হয়। সেরকম ভাবেই নভেম্বরে ১৫°সে নেমে যাওয়া হাওড়ার কাছে জাঁকিয়ে শীত। কারণ হাওড়া জেলার গড় স্বাভাবিক সর্বোনিম্ন তাপমাত্রা নভেম্বরে থাকে ১৮-১৯°সে আশেপাশে। সেই তুলনায় ১৫°সে তাপমাত্রা পতন মানে স্বাভাবিক গড় সর্বোনিম্ন তাপমাত্রার চেয়ে ৩-৪°সে হ্রাস পাওয়া অর্থাৎ জাঁকিয়ে ঠাণ্ডা। আগামী ৫ দিনে সমগ্র হাওড়া জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬°সে আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রার গড় থাকবে ১৫°সে আশেপাশে। সুতরাং বেশ কড়া ঠাণ্ডা অনুভব হবে সমগ্র হাওড়া জেলাজুড়ে। মূলত রৌদ্রজ্জ্বল ও পরিষ্কার শুষ্ক শীতল আবহাওয়া বিরাজ করবে।
২৫/১১/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......