১০°সে নেমে গেল পানাগড়ে। শীতের সেরায় দ্যা কোল্ড কিং পানাগড়। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, November 26, 2022

১০°সে নেমে গেল পানাগড়ে। শীতের সেরায় দ্যা কোল্ড কিং পানাগড়।


নিজস্ব সংবাদদাতা: ১১°সে তো নেমেছিলই। আজ এক্কেবারে ১০°সে এ নেমে গেল পানাগড়ে। সমগ্র দক্ষিণবঙ্গের মধ্যে শীতের সেরার সেরা তকমা জিতে নিয়েছে বর্ধমানের পানাগড়। এবং শীতের দিক থেকে আসানসোলকে হারিয়ে হারিয়ে পুরো ভূত করে দিয়েছে। তবে আশার কথা আসানসোল আগামী দিনে জ্বলে উঠবে এটাই হলো সান্ত্বনা। আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১৪°সে। পানাগড়ের সর্বোনিম্ন তাপমাত্রা নেমে যাওয়া মানেই এবার তাহলে ১০°সে এর নীচে নামবে শীঘ্রই। অন্যদিকে বর্ধমান শহরের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫°সেলসিয়াস। তারমানে দ্যা রকস্টার কোল্ড কিং পানাগড় বর্ধমানের দিক থেকে শীতের সেরা। অন্যদিকে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে ১০°সে আর নেমেছে কালিম্পং জেলায়। পাহাড়ি শহর কালিম্পং এর সঙ্গে ভালো মতো লড়াই হয়েছে শীতের দিক থেকে পানাগড়ের এবং দার্জিলিং সহ সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে তৃতীয় শীতলতম স্থান চিহ্নিত হয়েছে আজ কোল্ড কিং পানাগড়। আগামী ৫ দিনে পানাগড় সহ সমগ্র বর্ধমান জেলায় ভালোই ঠাণ্ডা অনুভব হবে মূলত রৌদ্রজ্জ্বল শুষ্ক আবহাওয়া থাকবে। জম্পেশ শীতল উত্তরে বাতাসের দাপট দেখা যাবে।
২৬/১১/২০২২

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......